রোম: ঝড় তুলে ইতালিয়ান ওপেনের (Italian Open 2021) ফাইনালে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। মার্কিন যুক্তরাষ্ট্রের রিলি ওপেলকা’কে (Reilly Opelka) স্ট্রেট সেটে হারিয়ে রোমে ফাইনালে উঠলেন স্প্যানিশ তারকা। ‘রাফা’র পক্ষে শনিবার ম্যাচের ফল ৬-৪, ৬-৪। ফাইনালে নাদালের সামনে টুর্নামেন্টের শীর্ষ বাছাই তথা সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ (Novak Djokovic)। যিনি সেমিফাইনালে হারালেন ইতালির লোরেঞ্জো সোনেগোকে (Lorezo Sonego)।

প্রথম সেটে এদিন ১-২ পিছিয়ে থাকা নাদাল চারটি ব্রেক পয়েন্ট সেভ করে ম্যাচে ফেরেন। পরবর্তী গেমে বছর তেইশের প্রতিদ্বন্দ্বীর সার্ভিস ব্রেক করে এগিয়ে যান তিনি। এরপর ছন্দ খুঁজে পাওয়া নাদালকে সামলানো সহজ হয়নি ওপেলকার জন্য। ৬-৪ ব্যবধানে প্রথম সেট ঝুলিতে ভরেন ২০টি মেজরের মালিক। দ্বিতীয় সেটে প্রতিদ্বন্দ্বীর একটি সার্ভিস ভাঙতে পারাই যথেষ্ট ছিল স্প্যানিয়ার্ডের জন্য। প্রথম সেটের মতোই দ্বিতীয় সেটেও ৬-৪ ব্যবধানে জয় তুলে নেন ‘রাফা’। এই নিয়ে ১২ বার ইতালিয়ান মাস্টার্সের ফাইনালে উঠলেন তিনি।

অন্যদিকে কোর্টে এদিন রীতিমতো ব্যস্ত দিন ছিল জকোভিচের জন্য। শুক্রবার সিৎসিপাসের (Stefanos Tsitsipas) বিরুদ্ধে শেষ আটের ম্যাচ বৃষ্টির কারণে স্থগিত হয়ে যায়। যে ম্যাচে ৪-৬, ১-২ ব্যবধানে পিছিয়ে ছিলেন ‘জোকার’। শনিবার প্রথমে অসমাপ্ত কোয়ার্টার ফাইনাল জেতেন সার্বিয়ান তারকা, এরপর সেমিফাইনালে স্থানীয় প্লেয়ার সোনেগোর স্বপ্নের দৌড় থামান তিনি। শেষ আটে গ্রীক তারকার বিরুদ্ধে জোকোভিচ জেতেন ৪-৬, ৭-৫, ৭-৫ ব্যবধানে। আর সেমিতে ২ঘন্টা ৪৪ মিনিটের লড়াইয়ে ১৮টি মেজর জয়ের মালিকের পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৬-৭ (৫-৭), ৬-২।

সবমিলিয়ে ফরাসি ওপেনের মহড়া টুর্নামেন্টে রবিবাসরীয় ফাইনালে নাদাল-জকোভিচ (Nadal vs Djokovic) দ্বৈরথ টেনিস অনুরাগীদের জন্য দারুণ খবর। শেষবার চলতি বছরেই অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) ফাইনালে মুখোমুখি হয়েছিলেন দু’জনে। রবিবার কেরিয়ারে ৫৭ বারের জন্য স্প্যানিশ কিংবদন্তির মুখোমুখি হবেন সার্বিয়ান তারকা। চলতি মরশুমে ক্লে-কোর্টে প্রথম খেতাব জয়ের জন্য মুখিয়ে থাকবেন দুই তারকাই। কারণ রবিবারের জয় চলতি মাসেই শুরু হতে চলা ফরাসি ওপেনের (Frech Open) আগে যে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে, সে বিষয়ে সন্দেহ নেই।

উল্লেখ্য, রেকর্ড বর্ধিত করে ১৪ বার খেতাব জয়ের জন্য চলতি বছর ফরাসি ওপেনে নামবেন ক্লে-কোর্টের অবিসংবাদী নায়ক নাদাল। অন্যদিকে জকোভিচ নামবেন ফরাসি ওপেনে দ্বিতীয় খেতাব জয়ের লক্ষ্যে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.