বাংলায় করোনা সংক্রমিতের সংখ্যা ১১ লাখ পার, সুস্থতার হার বৃদ্ধিতে খানিক স্বস্তি

বাংলায় করোনা সংক্রমিতের সংখ্যা ছাড়িয়ে গেল ১১ লাখ। শনিবার টেস্টিং একটু কমতেই করোনার দৈনিক সংক্রমণও নেমেছে ২০ হাজারের নিচে। সেইসঙ্গে বেড়েছে করোনায় সুস্থতার সংখ্যা। দৈনিক আক্রান্ত আর সুস্থতার সংখ্যায় ফারাকও কমেছে বেশ। এদিন মাত্র ১৫৬ জন বেড়েছে করোনা সক্রিয়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৯৫১১ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১০ লক্ষ ৯৪ হাজার ৮০২ জন। এদিন ১৯৫১১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লক্ষ ১৪ হাজার ৩১৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩১৩৭। এদিন মৃত্যু হয়েছে ১৪৪ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১১ লক্ষ ১৪ হাজার ৩১৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ৩১ হাজার ৯৪৮ জন। এদিন ১৫৬ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৯৫১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৯২১১ জন। মোট করোনা মুক্ত হলেন ৯ লক্ষ ৬৯ হাজার ২২৮ জন। সুস্থতার রেট হয়েছে ৮৬.৯৮ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ১৩ লক্ষ ৭৬ হাজার ৩০ জনের। ১১৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১২৬৪০০। এদিন টেস্টিং হয়েছে ৬৬৫৬৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৯.৮০ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ২৫০৬২৩। এদিন ৩৯৫১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২৩৮০০২। জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪২৭৯ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১২৫৭ জন বেড়ে হয়েছে ৬৮৩২৩। হাওড়ায় আক্রান্ত ৬৭৫৯৬। এদিন আক্রান্ত হয়েছেন ১২৭৬ জন। হুগলিতে ১১৯৩ জন বেড়ে আক্রান্ত ৫৬৮৭৮ জন।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus affected crosses 11 lacs with 19.5 thousands daily increased in West Bengal. Corona winners of West Bengal and discharge rate are also increased.