মেরট: আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) এবং ইংল্যান্ড সফরের (England Tour) দলে সুযোগ না-পেয়ে চরম হতাশ ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)৷ সুত্রের খবর, আর টেস্ট ক্রিকেট খেলতেই চান না ‘সুইং কিং’(swing king)৷
ইংল্যান্ড সফরে (England Tour) ২০ জনের ভারতীয় দলে সুযোগ না-পাওয়ায় ভুবিকে নিয়ে কম লেখালেখি হয়নি৷ ২০১৪ ইংল্যান্ড সফরে ১৯টি উইকেট নেওয়া এই ডানহাতি পেসারকে দলে না-রাখায় অনেকেই অবাক হয়েছেন৷ ইংল্যান্ডের আবহাওয়ায় ভুবির মতো সুইং বোলার অনেক বেশি কার্যকর হত বলে মনে করেন বিশেষজ্ঞরা৷ কিন্তু জাতীয় নির্বাচকরা মনে করেন বিরাট কোহলির দলে এই মুহূর্তে পেস আক্রমণে ভুবনেশ্বরের কোনও জায়গা নেই৷
সম্প্রতি বেশ কয়েকটি সংবাদপত্রে লেখা হয়েছে ভুবির টেস্ট ভবিষ্যৎ নিয়ে৷ যাতে লেখা হয়েছে, হতাশায় আর নাকি টেস্ট ম্যাচ খেলতে চান না টিম ইন্ডিয়ার এই ডানহাতি পেসার৷ যেখানে লেখা হয়েছে, “Bhuvneshwar just doesn’t want to play Test cricket anymore. That drive has gone missing.” এখনও পর্যন্ত দেশের হয়ে ২১টি টেস্ট খেলেছেন ভুবি৷ নিয়েছেন ৬৩টি উইকেট৷ শেষবার ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে৷ জো’বার্গে (Johannesburg) সেই ম্যাচ ৬৩ রানের ইনিংস খেলার পাশাপাশি ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন৷
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ টেস্টের সিরিজের জন্য গত শনিবার ২০ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছেন জাতীয় নির্বাচকরা৷ ২ জুন ইংল্যান্ড পাড়ি দেবে ২০ সদস্যের এই ভারতীয় দল৷ ১৮-২২ জুন সাউদাম্পটনের রোজ বোলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর জো রুটদের পাঁচ টেস্টের সিরিজে খেলবে কোহলি অ্যান্ড কোং৷ তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে মাসখানেক ইংল্যান্ডে প্র্যাকটিস করার সুযোগ পাবেন বিরাটরা৷ কারণ ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরু ৪ অগস্ট নটিংহ্যামে৷ পাঁচ টেস্টের সিরিজ শেষ হবে সেপ্টেম্বরে৷
কিন্তু জুলাইয়ে সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে ভারত৷ কিন্তু বিরাট কোহলি-সহ ২০ সদস্যের টেস্ট দল সে সময় ইংল্যান্ডে থাকায় সাদা-বলে স্পেশালিস্টদের নিয়ে দ্বীপরাষ্ট্র সফরে যাবে ভারত৷ শোনা যাচ্ছে, এই সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন ভুবনেশ্বর৷ সে ক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে নির্বাচকরা ইংল্যান্ডের সফরের দলে ভুবিকে দলে না-রাখার কারণ তাঁর ফিটনেস, না টেস্ট দলে তাঁকে রাখতে না-চাওয়া! শ্রীলঙ্কার সফরে ভারত তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.