ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
বছরের প্রথম ঘূর্ণিঝড় ধেয়ে আসছে উপকূলের দিকে। আম্ফানের থেকেও তীব্র হতে পারে এই তাউকটে। আরব সাগরে শক্তি বৃদ্ধি করে ১৮ মে আছড়ে পড়বে গুজরাত উপকূলে। ইতিমধ্যেই নিজের অস্তিত্ব জানান দিতে শুরু করেথে ঘূর্ণিঝড়টি। লাক্ষ্মাদ্বীপের কাছে অবস্থান করলেও ঘূর্ণিঝড়ের দাপটে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কেরল, কর্নাটকে।
কেরলে উপকূলর্তী এলাকা গুলিতে আগেই সতর্কতা জারি করেছিল তাউকটে।
তৈরি হচ্ছে নৌসেনা
ঘূর্ণিঝড়ের দাপট সামাল দিতে আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্র। নৌেসনাকে প্রস্তুত থাকলে বলা হয়েছে। ইতিমধ্যেই নৌসেনা সবরকম প্রস্ত্ুতি শুরু করে দিয়েছে। ওড়িশা থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠানো হয়েছে কেরল, কর্নাটক, মহারাষ্ট্র এবং গুজরাতে। আবহাওয়া দফতর নজর রেখে চলেছে ঘূর্ণিঝড়ের গতিপথের দিকে। রাজ্যগুলিক বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও প্রস্তুত করা হয়েছে।
মহারাষ্ট্রে জারি হাইঅ্যালার্ট
কেরলের পর এবার মহারাষ্ট্রেও হাই অ্যালার্ট জারি করল উদ্ধব ঠাকরে সরকার। দুর্যোগ ভয়াবহ হতে পারে আঁচ করে আগে থেকেই সতর্ক উদ্ধব ঠাকরে সরকার। দুর্যোগের আশঙ্কায় আগামী ২ দিন টিকাকরণের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ুতেও সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বর্ষণ বাড়ছে কর্ণাটকেও। গোয়ার একাধিক জায়গায় উত্তাল হয়ে উঠেছে সমুদ্র।
রাহুলের বার্তা
করোনা পরিস্থিতির মধ্যে দুর্যোগ তামিলনাড়ু, কর্নাটক, মহারাষ্ট্রের কংগ্রেস কর্মীদের দুর্গতদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী ১২ ঘণ্টা আরও শক্তিশালী হয়ে উঠবে তাউকটে। তার জন্য সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।