নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সেরা তিন টেস্ট বোলিং পারফরম্যান্স কী বলছে?

আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। কোন শিবিরের হাতে টুর্নামেন্টের প্রথম খেতাব ওঠে, তা তো সময় বলবে। তার আগে দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সেরা তিন টেস্ট বোলিং পারফরম্যান্স।

রবিচন্দ্রণ অশ্বিন

২০১৬ সালে ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচ জিতেছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন দল। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫৯ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। যেটি তাঁর টেস্ট কেরিয়ারের সেরা স্পেল ম্যাচে মোট ১৩ উইকেট নিয়েছিলেন টিম ইন্ডিয়ার অফ স্পিনার।

শ্রীনিবাসন ভেঙ্কটরাঘবন

১৯৬৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দিল্লির টেস্ট জিতেছিল ভারত। ম্যাচের এক ইনিংসে ৭২ রানে ৮ উইকেট নিয়েছিলেন দেশের প্রাক্তন স্পিনার শ্রীনিবাসন ভেঙ্কটরাঘবন। ভারতের হয়ে ওই ম্যাচ জিততে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সেটি তাঁর কেরিয়ারের সেরা স্পেলও বটে।

এরাপল্লী প্রসন্ন

১৯৭৬ সালে নিউজিল্যান্ডকে তাদেরই ঘরের মাঠ অকল্যান্ডে গুরুত্বপূর্ণ টেস্ট হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের এক ইনিংসে ৭৬ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন কিংবদন্তি এরাপল্লী প্রসন্ন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনও বোলারের সেটিই সেরা স্পেল। কিউয়িদের মাটিতে ওই ভারতের ওই টেস্ট জয়ও অন্যতম সেরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রথম ফাইনাল

করোনা ভাইরাসের আবহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনাল ম্যাচ ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী ১৮ জুন থেকে সাউদাম্পটনে ভারত বনাম নিউজিল্যান্ডের যুদ্ধ শুরু হওয়ার কথা। ম্যাচ সময়ের আগে শেষ না হয়ে গেলে ২২ জুন ওই ফাইনালের পঞ্চম দিনের খেলা অনুষ্ঠিত হবে।

More TEAM INDIA News  

Read more about:
English summary
3 best bowling performances of Team India against New Zealand in test
Story first published: Saturday, May 15, 2021, 20:14 [IST]