গ্যাংটক: সংক্রমণ বাড়ছে। তাই আর কোনও ঝুঁকি নিতে নারাজ উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যটি। আগামী সোমবার থেকেই সিকিমে (Sikkim) জারি হয়ে যাচ্ছে সপ্তাহব্যাপী লকডাউন (Lockdown)। আগামী সোমবার ১৭ মে থেকে শুরু হয়ে সিকিমে লকডাউন চলবে আপাতত ২৪ মে পর্যন্ত। রাজ্যের করোনা (Corona Virus) সংক্রমিতের সংখ্যা বেড়ে চলার জেরেই লকডাউনের সিদ্ধান্ত বলে সরকারের তরফে জানানো হয়েছে।

করোনার সেকেন্ড ওয়েভ তাণ্ডব চালাচ্ছে গোটা দেশে। রাজ্যে-রাজ্যে অতিমারী বিপজ্জনক আকার নিয়েছে। একাধিক রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় দিশেহারা দশা। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই সংক্রমিতের সংখ্যা বাড়তে শুরু করেছে উত্তর-পূর্বের রাজ্য সিকিমেও। শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, পাহাড়ি এই রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৮৫৫। এখনও পর্যন্ত সিকিমে করোনায় সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯৮।

দেশের অন্য রাজ্যগুলির সঙ্গে তুলনায় গেলে আক্রান্ত ও মৃতের এই পরিসংখ্যান উদ্বেগজনক না মনে হলেও আর ঝুঁকি নিতে নারাজ সিকিম সরকার। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত উত্তর-পূর্বের রাজ্য সিকিম। এবার এরাজ্যেও শুরু লকডাউন। আপাতত রাজ্যজুড়ে এক সপ্তাহব্যাপী লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার ১৭ মে থেকে শুরু হয়ে সিকিমে লকডাউন চলবে আপাতত ২৪ মে পর্যন্ত।

লকডাউন নিয়ে সিকিম সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১৭ মে থেকে রাজ্যে জারি থাকবে লকডাউন। লকডাউন চলাকালীন দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সরকারি অফিস, কারখানা বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান, চিকিৎসার সরঞ্জাম বিক্রির দোকানগুলি খোলা থাকবে। এরই পাশাপাশি রাজ্যের অক্সিজেন উৎপদানকারী ক্ষেত্রগুলিও পুরোদমে কাজ চালিয়ে যেতে পারবে। শুধু তাই নয়, করোনা চিকিৎসার সঙ্গে যুক্ত সব ধরনের ক্ষেত্রগুলি চালু থাকবে বলে জানানো হয়েছে। নির্দিষ্ট সময়ে খোলা থাকবে দুধের দোকানও।

এদিকে, শনিবার দেশে ফের কিছুটা কমলো করোনা (Covid-19) আক্রান্তের সংখ্যা। এ নিয়ে পরপর দু’দিন নামল দেশের দৈনিক করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার জন। শনিবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। যা শুক্রবারের থেকে অনেকটাই কম। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭ জন। গত একদিনে দেশে করোনার বলি ৩ হাজার ৮৯০ জন। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৬৬ হাজার ২০৭।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.