আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ২ জুন ভারতীয় দল ইংল্যান্ডে রওনা হবে। তার আগে দেশেই কয়েকদিন জৈব সুরক্ষা কাটাবে টেস্ট দল। আজ ভ্যাকসিন নিলেন রবীন্দ্র জাদেজা। একইসঙ্গে করোনা-আক্রান্ত ঋদ্ধিমান সাহা নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে গুরুত্বপূর্ণ আবেদন রাখলেন।
ভারতীয় টেস্ট দলে রয়েছেন ঋদ্ধিমান সাহা। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হন সানরাইজার্স হায়দরাবাদের শিবিরে থাকাকালীনই। দিল্লিতেই তাঁর চিকিৎসা চলছে। এরইমধ্যে কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, ঋদ্ধিমান সাহার দ্বিতীয় করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এতে তাঁর ইংল্যান্ড সফর নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কেন না, টেস্ট দলে থাকলেও ইংল্যান্ড যেতে হলে ঋদ্ধিকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফলে করোনার ক্লান্তি কাটিয়ে তিনি ফিট হতে পারবেন কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়।
— Wriddhiman Saha (@Wriddhipops) May 14, 2021
যদিও এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থার কথা জানালেন ঋদ্ধি নিজেই। তিনি লিখেছেন, আমার নিভৃতবাসে থাকার সময়সীমা এখনও সম্পূর্ণ হয়নি। রুটিন চেকআপে একটি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ ও একটি পজিটিভ আসে। তবে আমি আগের চেয়ে অনেকটাই ভালো আছি, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সকলকে অনুরোধ করব, সঠিকটা না জেনে কেউ কোনও বিভ্রান্তিমূলক তথ্য বা গল্প পরিবেশন থেকে বিরত থাকুন।
এদিকে, ইংল্যান্ড সফরে রওনা আগে আজ রাজকোটে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজটি নিলেন সস্ত্রীক রবীন্দ্র জাদেজা। নিজেকে ফিট রাখতে ইতিমধ্যেই শরীরচর্চা চালাচ্ছেন জাড্ডু।
Preparation starts here👊 #englandtour #workout pic.twitter.com/Y4hEfX9Lhl
— Ravindrasinh jadeja (@imjadeja) May 12, 2021