লন্ডন: ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) ছেড়ে সার্জিও আগুয়েরোর (Sergio Aguero) নতুন ঠিকানা হতে চলেছে বার্সেলোনা। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান (The Sun), আর্জেন্তাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে (TyC Sports) প্রকাশিত রিপোর্ট অনুসারে মরশুম শেষে তল্পিতল্পা গুটিয়ে কাতালান প্রদেশে পাড়ি দিচ্ছেন ম্যান সিটি কিংবদন্তি। তবে ‘দ্য সান’ জানিয়েছে, বার্সায় আগুয়েরোর পারিশ্রমিক অনেকটাই কমতে চলেছে।

টিওয়াইসি স্পোর্টস আবার দাবি করেছে সবকিছুই চুড়ান্ত, তবে আগামী ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের (UCL Final) আগে এবিষয়ে কোনওপক্ষই উচ্চবাচ্য করবে না। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরেই ঘোষণাটা হয়ে যাবে। গত মার্চের শেষে এক দশকের সম্পর্কে ইতি টেনে ম্যান সিটি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন আগুয়েরো নিজেই। তারপর থেকেই জল্পনা চলছিল আগুয়েরো এবার কোথায় খেলবেন তা নিয়ে। জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির (Lionel Messi) পাশেই তাঁকে দেখা যেতে পারে বলে ধারণা করছিলেন অনুরাগীরা।

কিন্তু মেসির ভবিষ্যৎ বার্সেলোনায় খুব একটা সুরক্ষিত না থাকায় একটা ‘কিন্তু’ রয়েই যাচ্ছিল। তবে মেসির সঙ্গে বার্সেলোনা সংঘাত কাটিয়ে উঠেছে। মেসিও ফের ছোটবেলার ক্লাবের সঙ্গে চুক্তি পুনর্নবীকরনের পথেই যে হাঁটবেন সেটা প্রায় নিশ্চিত। তাই আগুয়েরোও এবার জাতীয় দলের সতীর্থের সঙ্গে ক্লাব ফুটবলেও জুটিতে লুট করার অপেক্ষায়। কিন্তু বার্সেলোনা সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক মন্দায় জর্জরিত। তাই ম্যান সিটির পারিশ্রমিকে কাতালান (Catalan) ক্লাব আগুয়েরোর সঙ্গে চুক্তিতে অপারগ। তবে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বার্সেলোনার প্রস্তাব বিবেচনা করে সম্মতিই দিয়েছেন ম্যান সিটির রেকর্ড গোলস্কোরার।

‘দ্য সান’-এর রিপোর্ট অনুযায়ী সাপ্তাহিক দেড় লক্ষ পাউন্ডে আগুয়েরোর সঙ্গে চুক্তি রফা হয়েছে বার্সার। যেখানে সিটিতে সাপ্তাহিক আড়াই লক্ষ পাউন্ড পারিশ্রমিকে খেলতেন আর্জেন্তাইন। অর্থাৎ, ৪০ শতাংশ পে-কাটে ন্যু-ক্যাম্পে (Camp Nou) আসছেন সাম্প্রতিক অতীতে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার। উল্লেখ্য, কাতালোনিয়া ক্লাব এই মুহূর্তে এতোটাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ যে ফ্রি-ট্রান্সফারের খোঁজ করছে তারা।

আগুয়েরোর পাশে লিভারপুলের উইনালডম (Georginio Wijnaldum) এবং লিয়ঁ স্ট্রাইকার মেম্ফিস ডিপে’ (Memphis Depay)কে ফ্রি-ট্রান্সফারে পেতে চাইছে তারা। তাছাড়া নেদারল্যান্ডসের (Netherlands) জাতীয় দলে রোনাল্ড কোম্যানের (Ronald Koeman) অধীনে দু’জনেই খেলেছেন। তাই আখেরে লাভবান হবে বার্সাই।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.