উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কার আপাতত অবসান। গতকালই জানা গিয়েছিল রেস ওয়াকার কে টি ইরফান-সহ টোকিও অলিম্পিক্সে অংশ নিতে চলা পাঁচ ভারতীয় অ্যাথলিট ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা আক্রান্ত। যদিও ২৪ ঘণ্টার মধ্যেই কাটল আশঙ্কার মেঘ। সকলেরই দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে দাবি করল সাই।
বেঙ্গালুরুতে সাইয়ের যে সেন্টার অব এক্সেলেন্স রয়েছে সেখানে অলিম্পিক্সের প্রস্তুতি নিচ্ছেন অনেক ক্রীড়াবিদ। প্রতি সপ্তাহেই তাঁদের করোনা পরীক্ষা হচ্ছে। গত ৭ মে সকলের করোনা পরীক্ষা হয়েছিল। গতকাল জানা যায়, টোকিও অলিম্পিক্সে প্রথম ভারতীয় হিসেবে যোগ্যতা অর্জন করা রেস ওয়াকার কে টি ইরফান-সহ পাঁচজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। তাঁদের সকলকে তড়িঘড়ি আইসোলেশনে রাখা হয়েছে। তবে সাই এদিন জানিয়েছে, গতকাল ১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। এমনকী যাঁরা গত ২৯ এপ্রিল ভ্যাকসিন নিয়েছেন তাঁদের সকলের রিপোর্টই করোনা নেগেটিভ এসেছে।
গত মাসে রেস ওয়াকার একনাথ ও প্রিয়াঙ্কা গোস্বামী, এশিান গেমসে ১৫০০ মিটারে সোনাজয়ী জিনসন জনসন, লং ডিসট্যান্স রানার পারুল চৌধুরী, স্টিপলচেজার চিন্তা যাদবের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। জনসনের সংস্পর্শে আসা ইরফানের করোনা পরীক্ষার রিপোর্ট তখনও নেগেটিভ এসেছিল। রাশিয়ান রেস ওয়াক কোচ আলেকজান্ডার আরসিবাশেভও করোনা আক্রান্ত হন সেই সময়। সাই সেন্টারে থাকাকালী ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল, তাঁর ছয় সতীর্থ ও দুজন সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত হন। সকলেই দুই সপ্তাহ নিভৃতবাসে থেকে সুস্থ হয়ে ওঠেন। বেঙ্গালুরুর সাই সেন্টারে ভারতের পুরুষ ও মহিলা হকি দল এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিটরা অলিম্পিক্সের জন্য প্রস্তুত হচ্ছেন।