ম্যাঞ্চেস্টার: মঙ্গলবার লেস্টারের (Leicester City) কাছে ম্যান ইউ (Man Utd) হারতেই খেতাব নিশ্চিত হয়ে গিয়েছিল। শনিবার (ভারতীয় সময়) চ্যাম্পিয়ন হওয়ার পর নিউক্যাসেলের (Newcastle United) বিরুদ্ধে প্রথম মাঠে নেমেছিল ম্যাঞ্চেস্টার সিটি (Man City)। চ্যাম্পিয়ন হলেও এদিন অ্যাওয়ে ম্যাচে গুয়ার্দিওলার (Pep Guardiola) দলের নিজেকে উজাড় করে দেওয়ার কারণ ছিল। অ্যাওয়ে ম্যাচে টানা জয়ের নিরিখে এদিন চেলসিকে (Chelsea) অতিক্রম করার সুযোগ ছিল স্কাই ব্লুজ’দের। ফেরান তোরেসের (Ferran Torres) হ্যাটট্রিকে এদিন সেই রেকর্ড গড়ে ফেলল চ্যাম্পিয়নরা।

নিউক্যাসেলের ঘরের মাঠে এদিন ৪-৩ গোলে থ্রিলার জয় তুলে নিল ম্যান সিটি। তোরেস ছাড়া চ্যাম্পিয়নদের হয়ে আরেকটি গোল করলেন জোয়াও ক্যানসেলো (Joao Cancelo)। গুয়ার্দিওলার ম্যান সিটি আর রেকর্ড যেন সমার্থক। ২০১৭-১৮ মরশুমে প্রিমিয়র লিগ ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে তিন অঙ্কের পয়েন্ট ছুঁয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। একইসঙ্গে খেতাব জয়ের পথে ১২টি টিম রেকর্ড গড়েছিল গুয়ার্দিওলার দল। আর মঙ্গলবার চার বছরে তিনবার খেতাব জয়ের পর এদিন অ্যাওয়ে ম্যাচে টানা জয়ের রেকর্ড স্কাই ব্লুজ’দের।

এর আগে প্রিমিয়র লিগে টানা ১১টি অ্যাওয়ে ম্যাচে জয়ের রেকর্ড ছিল চেলসির দখলে। ১মে ক্রিস্টাল প্যালেসকে (Crystal Palace) তাদের ঘরের মাঠে হারিয়ে সেই রেকর্ডে থাবা বসিয়েছিল সিটি। আর এদিন নিউক্যাসেলকে হারিয়ে টানা ১২টি অ্যাওয়ে ম্যাচ জিতে নয়া ইতিহাস রচনা করল গুয়ার্দিওলা অ্যান্ড কোম্পানি। সিটির জার্সিতে এদিন তেকাঠির নীচে অভিষেক হল ৩৫ বছরের স্কট কারসনের (Scott Carson)। ১০ বছর পর প্রিমিয়র লিগে প্রথম ম্যাচ খেললেন এই গোলরক্ষক। উত্তেজক প্রথমার্ধ এদিন শেষ হয় ২-২ গোলে। ২৫ মিনিওটে এমিল ক্র্যাফট (Emil Craft) নিউক্যাসেলকে এগিয়ে দিলে ৩৯ মিনিটে সমতা ফেরান জোয়াও ক্যানসেলো।

তিন মিনিট বাদে গুন্দোয়ানের (Iikay Gudogan) সেটপিস থেকে দর্শনীয় ফ্লিকে ২-১ করেন তোরেস। সংযুক্তি সময়ে পেনাল্টি থেকে সেই গোল শোধ করে নিউক্যাসেল। বিরতির পর ৬২ মিনিটে ফের পেনাল্টি পায় নিউক্যাসেল। স্পটকিক থেকে নেওয়া শট কারসন রুখে দিলেও ফিরতি শটে বল জালে জড়িয়ে দেন জো উইলক (Joe Willock)। সেন্ট জেমস পার্কে এরপর সিটির গোলের বিস্ফোরণ। লিড নেওয়ার খেসারত যে এভাবে দিতে হবে ভাবেনি নিউক্যাসেল। ৬৪ এবং ৬৬ মিনিটে জোড়া গোল করে তোরেস নিজের হ্যাটট্রিক তো পূর্ণ করেনই, একইসঙ্গে সিটির নয়া কীর্তির স্থপতি বনে যান।

জয়ের ফলে দ্বিতীয়স্থানে থাকা ইউনাইটেডের সঙ্গে ১৩ পয়েন্টের ব্যবধান তৈরি করল চ্যাম্পিয়ন সিটি। ৩৬ ম্যাচে তাদের সংগ্রহে ৮৩ পয়েন্ট।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.