ঠিক এক সপ্তাহের ব্যবধান। মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদালকে হারিয়ে দিয়েছিলেন আলেকজান্ডার জেরেভ। সেই জেরেভকেই আজ রোমে নাদাল ছিটকে দিলেন ইতালিয়ান ওপেন থেকে। পৌঁছে গেলেন শেষ চারে।
এদিন দ্বিতীয় সেটে আটটি ব্রেক পয়েন্ট বাঁচান নাদাল। দুই ঘণ্টার লড়াই তিনি জিতে নেন স্ট্রেট সেটে। খেলার ফল ৬-৩, ৬-৪। বিশ্বের ছয় নম্বর জেরেভের কাছে শেষ তিনটি সাক্ষাতেই হেরেছিলেন নাদাল। তবে ইতালিয়ান ওপেনে নয়বারের চ্যাম্পিয়ন তথা ২০টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী নাদাল আজ জেরেভকে হারিয়ে হেড-টু-হেড রেকর্ডেও আরেকটু এগিয়ে গেলেন। এখনও অবধি পারস্পরিক সাক্ষাতে নাদাল জিতেছেন ছয়বার, জেরেভ তিনবার।
King of Clay 💪
— Internazionali Bnl (@InteBNLdItalia) May 14, 2021
📹 @TennisTV #IBI21 #tennis #Nadal #ATPpic.twitter.com/9x1V85D9mm
এদিন জেতার পর স্বাভাবিকভাবেই খুশি নাদাল বলেন, আজকের ম্যাচে তেমন ভুল কিছু করিনি। যেমনটা চেয়েছিলাম, তেমনই সলিড ম্যাচ খেললাম। এটিপি মাস্টার্স ১০০০ ইভেন্টে ৩৬ বার চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জকোভিচ। সেই রেকর্ড স্পর্শ করতে নাদাল আর দুটি জয় দূরে। একই ইভেন্টে দশ বা তার বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানিও রয়েছে রোমে। এই নিয়ে চতুর্থবার। নাদাল ফরাসি ওপেন খেতাব জিতেছেন ১৩বার। বার্সেলোনায় জিতেছেন ১২ বার। মন্টি কার্লো খেতাব জিতেছেন ১১ বার।
প্রি কোয়ার্টার ফাইনালে গতকালই সাড়ে তিন ঘণ্টায় কষ্টার্জিত জয় পেতে হয়েছিল নাদালকে। রোমে দ্বাদশ সেমিফাইনাল খেলবেন। এর আগে ১১টি সেমিফাইনালেই জিতেছেন তিনি। সেমিফাইনালে নাদালের প্রতিপক্ষ মার্কিন রেইলি ওপেলকা। ফ্রেডরিকো দেলবনিসকে ৭-৫, ৭-৬(২) ফলে হারিয়েছেন তিনি। নাদাল বলেন, রেইলি খুব ভালো খেলছেন। তাঁর সার্ভ মারাত্মক। আমাকে যেমন নিজের সার্ভে জোর দিতে হবে, তেমনই রিটার্নের জন্যও বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
#Barty is forced to withdraw. Coco #Gauff moves to #IBI21 SF. #WTA pic.twitter.com/k43CGYLkfB
— Internazionali Bnl (@InteBNLdItalia) May 14, 2021
এদিকে, নাদাল স্বস্তি পেলেও আশঙ্কা তৈরি করল বিশ্বে এক নম্বর মহিলা টেনিস তারকা অ্যাশলে বার্টিকে নিয়ে। ফরাসি ওপেনের দুই সপ্তাহ আগে এদিন চোট পেয়ে কোর্ট ছাড়লেন তিনি। ২০১৯ সালের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন বার্টি কোকো গাউফের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ৬-৪-এ প্রথম সেটে জেতার পর দ্বিতীয় সেটে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন। এরপরই তিনি চোট পান। ডান হাতে চোট পেয়ে আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি।