হিন্দু ধর্মে যেকোন উৎসব ও অনুষ্ঠান বিশেষ ভাবে পালিত হয়। এর মধ্যে অক্ষয় তৃতীয়া (akshaya tritiya 2021) অন্যতম।
হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী বছরের সব থেকে উৎকৃষ্ট মুহূর্তটি হলো এই তিথি। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া (akshaya tritiya 2021) পালিত হয়।
এই বছর ১৪ ই মে অক্ষয় তৃতীয়া পালিত হচ্ছে। হিন্দু ধর্ম অনুসারে যেকোনো শুভ এবং মাঙ্গলিক কার্যের প্রথমে এই তিথি পালন করা খুবই শুভ।
হিন্দু ধর্মের শাস্ত্র অনুসারে এই দিন মা লক্ষ্মীর পুজো করলে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এবং মায়ের আশীর্বাদ পাওয়া যায়। তবে এমন কিছু করবেন না যাতে মা লক্ষ্মী (laxmi) রুষ্ট হন এবং আপনার উপর ক্ষিপ্ত হয়ে যান।
সেই বিশেষ কাজগুলো কী হতে পারে তার একটা ধারণা নিচে দেওয়া হল।
১. এই দিন কারোর প্রতি ক্ষুন্ন মনোভাব রাখবেন না। মা লক্ষ্মীর পূজার সময় কারুর অনিষ্ট করার কথা ভাববেন না।
২. অক্ষয় তৃতীয়ার দিন বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করা হয়। তুলসী পাতার (basil leaf) বিশেষ প্রয়োগ হয় পুজোয়।
তাই স্নান না করে এবং শুদ্ধ না হয়ে তুলসী গাছে হাত দেবেন না।
৩. এই দিন শুদ্ধ মনে এবং শুদ্ধ পোশাক পরেই মা লক্ষ্মীর পুজো করতে বসা উচিত। শুদ্ধতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই তিথিতে।
৪. অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে সোনার যে কোনো একটি বস্তু কিনে আনা উচিত। তবে কারও যদি সেই সামর্থ্য না থাকে তবে অন্যান্য ধাতুর কোন সামগ্রীও কিনতে পারেন।
হিন্দু পরিবারগুলিতে এই দিন এই জিনিসগুলি ক্রয় করাকে শুভ বলে মনে করা হয়। মনে করা হয় যে ছোট করে হলেও বিষ্ণু এবং লক্ষ্মীর পুজো (vishnu and laxmi) এই বিশেষ দিনে করতে পারলে ধন সম্পত্তির অভাব কোনদিন হয় না।
৫. এদিন মা লক্ষী এবং ভগবান বিষ্ণুর পুজো আলাদা করে করবেন না। দুজনকে একই আসনে বসাবেন এবং একসাথে পুজো করবেন। এতে পুণ্য লাভ হয়।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.