মহারাষ্ট্রে করোনার সংক্রমণ কমতে শুরু করছে, টানা ৬ দিন আক্রান্ত ৫০ হাজারের নিচে

মহারাষ্ট্রে করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপ কমতে শুরু করেছে। শুক্রবার স্বাস্থ্য বিভাগের বুলেটিনে যে পরিসংখ্যান সামনে এসেছে, তাতে স্বস্তির বার্তা পেয়েছে দেশবাসী। দেখা গেছে, বিগত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ হাজারেরও কম। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬৯৫ জনের।

শুক্রবারের পরিসংখ্যান অনুয়ায়ী করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩০৯,২১৫ জন। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৯২৩ জন। স্বাস্থ্য বিভাগের বুলেটিনে জানানো হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগে ২৪ ঘণ্টায় ৬৯৫ জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণ গিয়েছে ৭৯,৫৫২ জনের।

এই নিয়ে টানা ষষ্ঠ দিন মহারাষ্ট্রের দৈনিক করোনা সংক্রমণ ৫০,০০০-এরও নিচে রেকর্ড করা হল। ৮ মে মহারাষ্ট্রে ৫৩,৬০৫ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। মৃত্যু হয়েছিল ৮৬৪ জনের। ১০ মে মহারাষ্ট্রে ৪০,০০০-এরও কম মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। ওইদিন কারণ সংক্রমিতের সংখ্যা ছিল ৩৭,২১৬ জন।

স্বাস্থ্য বিভাগের বুলেটিন অনুসারে এদিন ৫৩,২৪৯ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। মোট করোনাজয়ীর সংখ্যা ৪৭০৭৯৮০ জন। এদিন করোনা টেস্ট হয়েছে ২৫০৭৮৪ জনের। প্রায় ১৬ শতাংশ ইতিবাচক হারে সংক্রমণ হয়েছে। মোট পরীক্ষা হয়েছে ৩,০৬,০২,১৪০ জনের। রাজধানী শহর মুম্বইয়েও প্রতিদিন কমছে সংক্রমণ। ২৪ ঘন্টার মধ্যে ১৬৬০ সংক্রমিত হয়েছেন, মৃতের সংখ্যা ৬২।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Maharastra’s corona affected is decreased during six days below 50 thousands.
Story first published: Friday, May 14, 2021, 23:03 [IST]