চেন্নাই: অস্বস্তির মধ্যেও কিছুটা স্বস্তির খবর৷ করোনা (Covid-19) আক্রান্ত হয়ে চেন্নাইয়েই রয়েছে গিয়েছেন সিএসকে-র (CSK) ব্যাটিং কোচ মাইক হাসি (Michael Hussey)৷ প্রাক্তন এই অজি ব্যাটসম্যান সুস্থ থাকলেও তাঁর কোভিড টেস্টের রিপোর্ট নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ গত শুক্রবার জানা গিয়েছিল তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ (negative) এসেছে। কিন্তু সোমবারই আবার তাঁর রিপোর্ট পজিটিভ হয়ে যায়। তবে শুক্রবার ফের হাসির আরটি-পিসিআর টেস্টের (RT-PCR results) রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে৷
শুক্রবার চেন্নাই সুপার কিংস-এর সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, ‘হাসির আরটি-পিসিআর রেজাল্ট নেগেটিভ এসেছে। ও দ্রুত সুস্থ হচ্ছে। তবে ও কবে দেশে ফিরবে, তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ মলদ্বীপ হয়ে ফিরবে, নাকি সরাসরি অস্ট্রেলিয়ায় ফিরবে।’ এবারের আইপিএলে খেলা হাসি হলেন সপ্তম ক্রিকেটার, যাঁরা কোভিডে আক্রান্ত হয়েছেন৷
টুর্নামেন্টে স্থগিতাদেশের পর আইপিএল-এর (IPL) তরফে প্রাক্তন অজি তারকা ব্যাটসম্যান তথা সিএসকে-র ব্যাটিং কোচের করোনা আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছিল। তবে মাত্র দু’দিনের ব্যবধানে হাসির কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে ছিল সিএসকে ম্যানেজমেন্ট৷ প্রথম নেগেটিভ রিপোর্টের পর অস্ট্রেলিয়ান সংবাদপত্র সিডনি মর্নি হেরার্ল্ড-কে হাসি জানিয়েছিলেন, ‘আমি বিশ্রামে রয়েছি৷ এখনও আগের থেকে অনেক ভালো আছি৷ সিএসকে আমার জন্য যা করছে, তার জন্য কৃতজ্ঞ৷ এই মহূর্তে ভারতের অবস্থা অত্যন্ত ভয়ানক৷ তবে এর মধ্যেও আমি প্রচুর আশীর্বাদ ও ভালোবাসা পেয়েছি৷ ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট ফ্যানেদের এই বার্তা পাঠানোর জন্য আমি কৃতজ্ঞ৷’
কিন্তু দু’দিন পরেই ফের তাঁর রিপোর্ট আবার পজিটিভ আসে৷ এতে চিন্তায় পড়ে গিয়েছিল চেন্নাই ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা৷ কিন্তু এদিন ফের হাসির আরটি-পিসিআর টেস্টের (RT-PCR results) রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি ফেরে সিএসকে ম্যানেজমেন্টে৷ তবে এখনই অস্ট্রেলিয়া ফেরা হচ্ছে না হাসির৷ পর পর দু’বার কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি৷ আইপিএলে খেলা বাকি অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং কোচেরা ভারত থেকে মলদ্বীপে গিয়ে অপেক্ষা করছেন৷ সেখান থেকে দেশে ফিরবেন তাঁরা৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.