চেন্নাই: করোনার সেকেন্ড ওয়েভ তছনছ করে দিয়েছে গোটা দেশকে। রাজ্যে-রাজ্যে সংক্রমণ পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে বহির্বিশ্ব। করোনা মোকাবিলায় ভারতের পাশে বিশ্বের একাধিক দেশের পাশাপাশি সাহায্যের হাত বাড়াল সিঙ্গাপুর (Singapore)। চারটি বিমানে অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছে সিঙ্গাপুর।
ভারতীয় বায়ুসেনার চারটি বিমান (Four IAF aircraft) সিঙ্গাপুর থেকে অক্সিজেন সিলিন্ডার (oxygen cylinders) নিয়ে এসেছে চেন্নাইয়ে। তামিলনাড়ুতেও করোনা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। রাজ্যের সরকারি-বেসরকারি হাসপাতালগুলিতে ওই অক্সিজেন সিলিন্ডারগুলি সরবরাহ করা হবে। একইভাবে কাতার ও সিডনি থেকেও ভারতে আসছে মেডিক্যাল সরঞ্জাম।
করোনার গ্রাসে গোটা দেশ। রাজ্যে-রাজ্যে মহামারী চরম আকার নিয়েছে। প্রবীণদের পাশাপাশি নবীন প্রজন্মের কাতারে-কাতারে মানুষ করোনায় সংক্রমিত হচ্ছেন। বাদ যাচ্ছে না শিশুরাও। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (World Health Organisation)। করোনা মোকাবিলায় আগেই ভারতের পাশে দাঁড়িয়েছে বিশ্বের একাধিক দেশ।
আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন-সহ নানা দেশ ভারতকে অক্সিজেন কনসেনট্রেটর, সিলিন্ডার-সহ নানা মেডিক্যাল সরঞ্জাম পাাঠাচ্ছে। এবার সেই তালিকায় নবতম সংযোজন সিঙ্গাপুর। করোনা মোকাবিলায় ভারতের পাশে দাঁড়িয়েছে কাতার ও অস্ট্রেলিয়া সরকারও। জানা গিয়েছে ওই দুই দেশ থেকেও বিপুল পরিমাণ মেডিক্যাল সরঞ্জাম ভারতে পাঠানো হবে শীঘ্রই।
ভারতীয় বায়ুসেনার চারটি বিমান সিঙ্গাপুর থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছে। চেন্নাইয়ে পৌঁছেছে সেই অক্সিজেন সিলিন্ডারগুলি। করোনার সেকেন্ড ওয়েভ তাণ্ডব চালাচ্ছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও। সেরাজ্যেও অক্সিজেনের সংকট চরম আকার নিয়েছে। বিমানে আনা সেই অক্সিজেন সিলিন্ডারগুলি যাতে দ্রুত রাজ্যের সরকারি-বেসরকারি হাসপাতালগুলিতে পাঠানো যায় সেব্যাপারে তৎপরতা নিয়েছে প্রশাসন।
চেন্নাই বিমানবন্দরে কাস্টমসের অফিসাররা দ্রুত বিমানে আসা অক্সিজেন সিলিন্ডারগুলি যাতে রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া যায় সেব্যাপারে তৎপরতা নেন। রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করেছেন শুল্ক বিভাগের আধিকারিকরা। দক্ষিণের রাজ্যে তামিলনাড়ুতেও করোনার চোখ রাঙানি বেড়েই চলেছে। হু-হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ লক্ষের দোরগোড়ায়। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১৭ হাজারের কাছাকাছি।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.