আমফানের থেকেও মারাত্মক হতে পারে
মৌসম ভবনের সাইক্লোন বিষয়ক বিশেষজ্ঞ সুনিতা দেবী জানিয়েছেন, এই সাইক্লোনের সঙ্গে আম্ফানের মিল পাওয়া যাচ্ছে। তবে ঠিক কেমন আকার ধারণ করবে এই ঝড় তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে ঝড় যে শক্তিশালী হবে তার আভাস পাওয়া যাচ্ছে। এবং এর জন্যে প্রস্তুত থাকতেও বলেছেন সুনিতা দেবী। একই সঙ্গে মৌসম ভবনের এই আধিকারিক জানাচ্ছেন, এই ঝড় ঠিক কোথায় আছড়ে পড়বে সে বিষয়ে এখনও ধারণা পাওয়া যায়নি।তবে গুজরাট উপকুলেই এই সাইক্লোনের ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।উল্লেখ্য, ঝড়ের তাণ্ডবলীলার আশঙ্কায় দেশের পশ্চিম প্রান্তের উপকূলীয় একাধিক রাজ্য। কেরল থেকে গুজরাত উপকূল তট ধরে নিরাপত্তাজনিত একাধিক বন্দোবস্ত নেওয়া শুরু হয়ে গিয়েছে।
তৈরি রাখা রয়েছে জাতীয় বিপর্যয় দলকে
ঝড় আছড়ে পড়লে ভংকর ধ্বংসলীলা চালাতে পারে। ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে তৈরি রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ঝড় আছড়ে পড়ার আগেই একগুচ্ছ ব্যবস্থা বাহিনীর তরফে নিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যে ২৪ টি দলকে ঝড় আছড়ে পড়তে পারে এমন জায়গাগুলিতে তৈরি রাখা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিজি এসএন প্রধান জানিয়েছেন, ইতিমধ্যে ২৪ টি দলকে মোতায়েন করে রাখা হয়েছে। ঝড়ের তান্ডব শেষ হলেই এই দল দ্রুত উদ্ধারকাজে নেমে পড়বে। অন্যদিকে আরও ২৯টি দলকে তৈরি রাখা হয়েছে। কেরল, কর্নাটক, তামিলনাড়ু, গুজরাত এবং মহারাষ্ট্রে এই দলগুলি একেবারে তৈরি রাখা হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস, এই সমস্ত রাজ্যের উপকূলেই ঝড় আছড়ে পড়তে পারে।
সাইক্লোন ট্র্যাকারে গতিপথ
প্রসঙ্গত, আরব সাগরের বুকে একটি নিম্নচাপ গঠন হতে শুরু করেছে বলে জানিয়েছে মৌসম ভবন। এদিন লাক্ষাদ্বীপের কাছাকাছি এই নিম্নচাপ এলাকা তৈরি হবে বলে জানানো হয়েছে। ১৫ তার এটি আরও ঘনীভূত হতে শুরু করবে। এর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই তা ঘূর্ণিঝড়ের আকার নেবে। এরপর থেকে এটি দ্রুত এগিয়ে যাবে গুজরাত উপকূলের দিকে। গুজরাতে তার প্রভাব ১৮ মে পর্যন্ত থাকার কথা। পরবর্তীকালে তা পাকিস্তানের অভিমুখে যেতে থাকবে।
লাল সতর্কতা জারি
এদিকে কেরলের তিরুঅনন্তপুরম, কোল্লাম, এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন পথনমিথিট্টায় লাল সতর্কতা জারি করা হয়েছে এই সাইক্লোনের জেরে। এছাড়াও কমলা সতর্কতা জারি রয়েছে কোট্টায়াম, আলাপুজা, ইদুক্কি, এরনাকুলমে। প্রসঙ্গত, কেরলে এই ঝড়ের বিধ্বংসী রূপ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। শনিবারের জন্য লাল সতর্কতা রয়েছে কুন্নুর, ওয়ানাদ, কালাগোড়, মালাপ্পুরম, কোঝিকোডে।
লাক্ষাদ্বীপে প্রবল ঝোড়ো হাওয়ার দাপট
আইএমডির তরফে জানানো হয়েছে, রাত পোহালেই ১৪ মে এরব সাগরের বুকে নিম্নচাপের ঘনীভবন শুরু হয়ে যাবে। যার জেরে উপকূলবর্তী একাধিক রাজ্যে প্রবল বর্ষণ শুরু হবে। কেরল , লাক্ষাদ্বীপে প্রবল ঝোড়ো হাওয়ার দাপট আগামী ৫ দিন ধরে চলতে শুরু করবে।এদিকে সাইক্লোনের গতিপ্রকৃতি নিয়ে ইতিমধ্যেই গুজরাতে রুপানি সরকার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। আর তার জেরে এবার যাবতীয় প্রস্তুতি নিয়ে ঝড় মোকাবিলায় নামছে সেখানের সরকার। প্রসঙ্গত গুজরাতের সমস্ত জেলাকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।