নয়াদিল্লি: বেশ কিছু দিন ধরেই সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিলের আবেদন নিয়ে ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষার্থীদের পিতা মাতার মধ্যে একটা দাবি উঠেছিল। এই বেড়ে চলা চাপের পরিস্থিতে শেষমেশ হস্তক্ষেপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষা মন্ত্রক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে এই বছরের মতো সিবিএসইর দশম শ্রেণির পরীক্ষা বাতিল করার। এবং সিদ্ধান্ত হয়েছিল দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করার। পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ১ জুনের পর পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সিবিএসইর। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসইর (CBSE) ২০২১ সালের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা খুব সম্ভবত বাতিল হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী দেশের শিক্ষা মন্ত্রক দেশের বর্তমান করোনা (Corona) পরিস্থিতির কথা মাথায় রেখেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে চলেছে বলেই জানা যাচ্ছে। এবং পরবর্তী ২ সপ্তাহের মধ্যেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন যে সম্ভবত পরীক্ষা বাতিল হবে। “বর্তমানে যা পরিস্থিতি তাতে এক সঙ্গে সব পরীক্ষা বাতিল হবে। সিবিএসই পরিস্থিতির পর্যালোচনা করবে এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বিকল্প মূল্যায়নের পদ্ধতির ওপর জোর দেবে” এমনটাই জানিয়েছেন ওই আধিকারিক। সিবিএসইর ওপর আরেকজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন যে এই বছরের করোনা পরিস্থিতি গত বছরের থেকেও ভয়াবহ। এবং পরীক্ষার বিষয়ে সিবিএসই জুন মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি আরও দেশের এই পরিস্থিতিতে হঠাৎ করে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই।
যদিও শিক্ষা মন্ত্রক ও সিবিএসই পরীক্ষা বাতিল করা নিয়ে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে, কিন্তু অন্য আরেক আধিকারিকের মতে এই অনিশ্চয়তার মধ্যে সিদ্ধান্ত নিতে বিলম্ব প্রধান চিন্তার কারণ। পরীক্ষার্থীদের একটি গোটা শিক্ষা বর্ষ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষাবিদরা আগেই এই সম্ভাবনার কথা ভেবে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কারণ এই সিদ্ধান্তের ওপর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনেকটাই নির্ভরশীল। তাই তাদের মতে বিকল্প পরিকল্পনা অবশ্যই প্রয়োজনীয়।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.