বাংলার কৃষকদের খাতে টাকা
প্রতিশ্রুিত পূরণ করলেন মোদী। মমতার চিঠিতে অনুমোদন পেয়েই বাংলার কৃষকদের খাতে কিষাণ নিধি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিলেন মোদী। রাজ্যের প্রায় ৭ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে এই টাকা জমা পড়ছে। ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে দেয়া নিয়ে প্রবল রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছিল ভোট ময়দানে। মোদী অভিযোগ করেছিলেন মমতা সরকার বাংলার কৃষকদের বঞ্চিত করছেন। বাংলার কৃষকদের কেন্দ্রীয় প্রকল্পের টাকা তিনি পেতে দিচ্ছেন না।
মমতার খোলা চিঠি
সকালেই কিষাণ নিধি প্রকল্প নিয়ে বাংলার কৃষকদের খোলা চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে লেখা হয়েছে তিনি লড়াই না করলে বাংলার কৃষকরা এই টাকা পেতেন না। টুইট করে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে মমতা বলেন, পোরটালে কৃষকদের নাম দেওয়া আছে এবার তাঁদের অ্যাকাউন্টে ১৮০০০ টাকা করে দিন।
করোনা বার্তা মোদীর
কৃষকদের কিষাণ নিধি প্রকল্পের কিস্তির টাকা দিয়ে প্রধানমন্ত্রী মোদী করোনা বার্তা দেন। তিনি বলেছেন এবার গ্রামে করোনার সংক্রমণ বেশি। কাজেই সকলেই করোনা বিধি মেনে চলুন। এই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি আমরা জিতবই। যখন গ্রামে টিকাকরণ শুরু হবে তখনই যেন সকলে ভ্যাকসিন নিয়ে নিজেদের সুরক্ষিত রাখেন তা নিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
করোনা মোকাবিলা পদক্ষেপ
করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র লড়াই চালিয়ে যাচ্ছেন। দেশবাসীও করোনা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। রাজ্যে ফলন বাড়ছে। কালোবাজারি রুখতে কেন্দ্র কড়া পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে। ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে ফসল কেনায় রেকর্ড গড়েছে ভারত।