কলকাতা : রাজ্যে করোনা পরিস্থিতি কোনও ভাবেই যেন নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০,৮৪৬ জন। করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্য়ু হয়েছে ১৩৬ জনের। যা বৃহস্পতিবারের তুলনায় সামান্য বেশি। তবে উল্লেখযোগ্যভাবে গত ২৪ ঘণ্টায় বেড়েছে সুস্থতার হার। এই খারাপ সময়ের মধ্যেও কিছুটা আশার আলো দেখাচ্ছে।

স্বাস্থ্যদপ্তরের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিতদের মধ্যে ৪,১৯৭ জনই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) মানুষ। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে আবার প্রথম স্থানে এল এই জেলা। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। কলকাতায় তিন হাজারের বেশি মানুষ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন । কলকাতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৯৫৫ জন। সংক্রমিতের হারের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে হাওড়া জেলা। একদিনে সংক্রমিত হাওড়া জেলায় সংক্রমিত হয়েছেন ১,২৬৬ জন। হুগলি জেলা সংক্রমণের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে । হুগলিতে একদিনে সংক্রমিত হয়েছেন এক হাজারের বেশি মানুষ ।নতুন সংক্রমিতের সংখ্যা হুগলিতে ১,২৫১ জন। ফের ঊর্ধ্বমুখী নদিয়ার করোনা সংক্রমণ । একদিনে নদিয়াতে সংক্রমিত হয়েছেন ১,০২৫ জন মানুষ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা চিত্রও রীতিমতো ভয় ধরিয়েছে সেখানকার মানুষ ও প্রশাসনকে। শুক্রবার সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০,৯৪, ৮০২ জন ।

রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৩৬ জন। এই সংখ্যা বলছে গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও নিম্নমুখী হয়েছে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা । এদিন মৃতদের মধ্যে ৪২ জনই উত্তর ২৪ পরগনার মানুষ। অর্থাৎ দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা জেলা। এই পরিসংখ্যানে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়েছে ওই জেরেলার মানুষদের। করোনা সংক্রমণে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ৩৪ জনের। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১২ জন। এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২, ৯৯৩ জন । এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯,১৩১ জন। তাঁদের মধ্যে ৩,৯২৯ জন কলকাতার বাসিন্দা রয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা মুক্তের সংখ্যা ৯,৫০,০১৭ জন । গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬. ৭৮ শতাংশ।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.