অমিত শাহের নামে নিখোঁজ ডায়রি
ভোটের পর থেকে আর অমিত শাহের দেখা নেই। এই নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে নিখোঁজ ডায়রি করেছিল কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া। দেশবাসী যখন করোনার গভীর সংকটের মধ্যে রয়েছে তখন কোথায় রয়েছের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তার কোনও হদিশ কেন পাওয়া যাচ্ছে না। তারপর থেকে যেন অমিত শাহ অদৃশ্য হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য দেশের করোনা পরিস্থিতি নিয়ে লাগাতার মোদী সরকারকে নিশানা করে চলেছেন রাহুল গান্ধী।
কলকাতায় নিখোঁজ ডায়রি
দিল্লির পর এবার কলকাতায় অমিত শাহের নামে থানায় নিখোঁজ ডায়রি হল। কলকাতায় ভবানীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নামে নিখোঁজ ডায়রি করল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। অমিত শাহের দেখা না পাওয়ায় তাঁরা উদ্বেগে রয়েছেন। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক এমনই জানিয়ে নিখোঁজ ডায়রি করা হয়েছে। পুলিশের কাছে এই নিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন তাঁরা।
ভবানীপুরে প্রচারে শাহ
শহরের সবজায়গায় প্রচার না করলেও ভবানীপুর কেন্দ্রে বেশি জোর দিয়েই প্রচার সেরেছিলেন অমিত শাহ। রুদ্রনীল ঘোষের সমর্থনে ভবানীপুরের অলিতে গলিতে ঘুরেছিলেন তিনি। পাড়ায় পাড়ায় গিয়ে নিজে হাতে বিজেপিক সংকল্প পত্র বিলি করেছেন। মানুষের সঙ্গে হেঁটে জনসংযোগ করেছেন। এমনকী ভবানীপুরে বিজেপি নেতার বাড়িতে মধ্যাহ্ন ভোজনও সেরেছেন তিনি।
বিজেপির হার
বাংলা জনে বঙ্গের নেতাদের ২০০ আসনের টার্গেট বেধে দিয়েছিলেন অমিত শাহ। ২০০তো দূরের কথা ১০০ পার করতে পারেনি বিজেপি। ৭৭ আসনেই থামতে হয়েছে তাঁদের। বিজেপির এই হারের পর থেকেই অমিত শাহকে তেমন দেখা যাচ্ছে না। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।