নয়াদিল্লি: ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে হু-হু করে বাড়ছে সংক্রমিত রোগীর সংখ্যা। আগের তুলনায় নতুন তরঙ্গের ক্ষমতা অনেকটাই বেশি তা ইতিমধ্যে বুঝতে পেরেছে জনতা থেকে সরকার সকলে। করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে দেশের একাধিক রাজ্য হেঁটেছে লকডাউনের পথে। বন্ধ করা হয়েছে ফের একবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি। স্থগিত রাখা হয়েছে উচ্চ-মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষাও। তবে স্নাতকোত্তর স্তর কিংবা নানা প্রফেশনাল কোর্স স্থগিত রাখা নিয়ে চিন্তিত অনেকে। তার কারণ এই সমস্ত কোর্সের সঙ্গে জড়িয়ে থাকে ভবিষ্যৎ । আর শিক্ষার ক্ষেত্রে সময় নষ্ট হলে শিক্ষার্থীদের চাকরির বা উচ্চশিক্ষার ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

উচ্চশিক্ষার পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ধীরে ধীরে বিভিন্ন অনলাইন পদ্ধতিতে প্রবেশিকা পরীক্ষা কিংবা কোর্সের পরীক্ষাগুলি নেওয়া হচ্ছে। আর আগামী দিনে উচ্চশিক্ষায় এবং চাকরির ক্ষেত্রে যাতে শিক্ষার্থীদের অসুবিধা না হয়, তার জন্য ভারতে ল স্কুল অ্যাডমিশন টেস্ট-এর (Law School Admission Test) সমসসূচি নির্ধারণ করা হয়েছে। এই পরীক্ষা আগামী বিভিন্ন দিনে অনুষ্টিত হতে চলেছে, যা ২৯ মে থেকে আলাদা আলাদা স্লটে নেওয়া হবে। ১৪ মে শুক্রবার আসন্ন এলএসএটি পরীক্ষার রেজিস্ট্রেশন পর্ব বন্ধ করা হচ্ছে। পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন করবার জন্য অফিশিয়াল ওয়েবসাইট discoverlaw.excelindia.com/LSAT ঠিকানা দেওয়া হয়েছে।

করোনা মহামারীর কথা মাথায় রেখে এই পরীক্ষা নেওয়া হবে অনলাইন রিমোট-প্রোক্টেরড মোডে (remote-proctored test)। ল স্কুল অ্যাডমিশন টেস্টে অ্যানালেটিক্যাল রিজনিং (Analytical Reasoning), লজিক্যাল রিজনিং (Logical Reasoning), এবং রিডিং কম্প্রেহেনশন (Reading Comprehension) এর থেকে একাধিক প্রশ্ন থাকবে। এলএসএটি প্রাপ্ত নম্বরটি পাঁচ বছরের জন্য বৈধ থাকে ভারতে।

ভারতের ল স্কুল অ্যাডমিশন টেস্টের (LSAT) আবেদন করার জন্য বেশ কিছু পদক্ষেপ মেনে চলতে হবে। প্রথমে আবেদনকারীকে প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট discoverlaw.in প্রবেশ করে রেজিস্টার করার লিংকে ক্লিক করতে হবে। পরীক্ষার ফর্ম পূরণ করার আগে সাইটে নিজের একটি প্রফাইল তৈরি করে, আবেদনকারীদের নিজের নাম, মেল আইডি (mail) এবং প্রোগ্রামটি চিহ্নিত করে প্রদান করতে হবে। প্রতিষ্ঠানের সাইটে প্রফাইল তৈরি করা হয়ে গেলে পরীক্ষার ফর্মটি (Form) প্রদর্শিত হবে, যা পূরণ করে একটি পাসপোর্ট সাইজের নিজের ছবি (passport size photo) দিয়ে সাবমিট করতে হবে আবেদনকারীকে। আর সবশেষে আবেদনের মূল্য মেটালে পরীক্ষার জন্য নিজের নাম নথিভুক্ত হয়ে যাবে।

আবেদনকারীরা ডিসকভার ল ওয়েবসাইট discoverlaw.in/prepare-for-the-test থেকে বিনামূল্যে উপকরণ ব্যবহার করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে। এছাড়াও আবেদনকারীদের সুবিধার কথা ভেবে তাদের পরীক্ষার প্রস্তুতি জন্য খোলা হয়েছে অফিশিয়াল এলএসএসি আইনপ্রিপ ( LSAC LawPrep) ওয়েবসাইট। এলএসএটি প্রবেশিকা পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পরিক্ষার্থীরা ভারতের যে কোনও ল কলেজে ভর্তি হতে পারে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.