নয়াদিল্লি: দেশে ক্রমবর্ধমান করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বাড়ছে মৃত্যু সংখ্যা। এমন সংকটকালীন পরিস্থিতিতে রোটারি ক্লাব( Rotary Club) এবং আরোগ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার(Aarogya Foundation of India) সঙ্গে যুক্ত চিকিৎসকরা করোনা আক্রান্ত রোগীদের অনলাইনে পরামর্শ দেবেন। এই পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই তথ্য জানিয়েছেন। করোনার রোগীরা সকাল ৯ টা থেকে রাত ৯টার মধ্যে এই ডাক্তারদের সঙ্গে কথা বলতে পারেন। তবে এই পরিষেবা কেবল বিহার ও ঝাড়খণ্ডের করোনা আক্রান্তদের ক্ষেত্রে প্রযোজ্য।

On my request, doctors associated with Rotary Club (Bihar & Jharkhand) and Aarogya Foundation of India will provide free online consultation to COVID19 patients between 9 AM to 9 PM through https://t.co/t8AaLG2ucy.

This is free of cost, not for profit and voluntary initiative.

— Ravi Shankar Prasad (@rsprasad) May 13, 2021

কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ টুইট করে জানিয়েছেন যে, “আমার অনুরোধে রোটারি ক্লাব (বিহার ও ঝাড়খন্ড) এবং ভারতের আরোগ্য ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ডাক্তাররা কোভিড রোগীদের বিনামূল্যে অনলাইন পরামর্শ দেবেন। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত http://medicsetu.org এ এই পরিষেবা পাওয়া যাবে। এই পরিষেবার জন্যে কোনো টাকা দিতে হবেনা রোগীর পরিজনদের। করোনার সময়কালে, সবাই ঘরে বসে যাতে চিকিত্সা করাতে পারেন, সেই কারণেই রোটারি ক্লাব এবং ভারতের আরোগ্য ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত চিকিত্সকরা অনলাইনে রোগীদের পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। বুধবারের তুলনায় বেড়েছে আক্রান্তের সংখ্যা। বুধবার ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন আক্রান্ত হয়েছিলেন। সংখ্যা সাড়ে ৩ লক্ষের নিচেই ছিল। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১০০ জনের মতো কমেছে। যদিও তা রয়েছে ৪ হাজারের উপরেই। বুধবার যেখানে ৪ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার সংখ্যাটি দাঁড়িয়েছে ৪ হাজার ১২০ জনে। কমেছে দৈনিক সুস্থতার হারও। বুধবার ৩ লক্ষ ৫৫ হাজার ৩৩৮ জন সুস্থ হয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার ৩ লক্ষ ৫২ হাজার ১৮১ জন মানুষের সুস্থতার খবর এসেছে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.