মোবাইল গেমিং এখন অন্যতম এক ফ্যাসিনেশন। ছোটো থেকে বড়ো সকলেই মজে থাকে গেম খেলার নেশায়। গত বছর চাইনিজ পণ্য বর্জনের আবহে জনপ্রিয় মোবাইল গেম পাবজি (PUBG) ব্যান করেছিল ভারত সরকার। ২ সেপ্টেম্বর ২০২০ সালে জাতীয় নিরাপত্তার কারণে ১১৮ টি চাইনিজ অ্যাপ ব্যান করে সরকার। পাবজির প্রায় ৫০ মিলিয়ন গেমারদের মধ্যে ৩৩ মিলিয়ন ছিলো ভারতীয়। ভারতে খেলা যাচ্ছিলনা এই জনপ্রিয় মোবাইল গেম।

সম্প্রতি পাবজি মোবাইল নাম পরিবর্তন করে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল নামে ফিরছে ভারতে। ইতিমধ্যেই গেমারদের মধ্যে ও যারা অবসরে গেম খেলতে ভালোবাসেন তাদের মধ্যে এক নতুন উন্মাদনা দেখা দিয়েছে। ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া – এ ব্যাটেল রয়াল এক্সপিরিয়েন্স নামের এই গেমে প্রি রেজিস্ট্রেশন করার একটি প্রক্রিয়া আছে। এমনটাই জানা যাচ্ছে মোবাইল গেম প্রস্তুতকারক সংস্থা ক্র্যাফটন এর তরফে । আরও জানানো হয়েছে যে এর ফলে গেমের কনটেন্ট ও ও সিরিজ ব্যবহারের ক্ষেত্রে হবে সুবিধে।

আরও পড়ুন: রোনাল্ডোকে ছোটবেলার ক্লাবে ফেরানোর চ্যালেঞ্জ নিলেন মা আভেইরো

বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত খবর অনুযায়ী গেম ডেভেলপার সংস্থা খুব সম্ভবত জুন মাসে এই গেম রিলিজ করবে। কিন্তু সংস্থার তরফে এখনো সরকারি ভাবে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। যদি জুন মাসে এই গেম রিলিজ হয় তবে খুব সম্ভবত এক সপ্তাহ আগে থেকে প্রি রেজিস্ট্রেশন শুরু হবে। পাবজি মোবাইল আগে অ্যান্ড্রয়েড (android) ও আইওএস (ios) দুটি সিস্টেমের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারতেন। ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ও অ্যান্ড্রয়েড ও আইওএস দুটোতেই ব্যবহার করা যাবে। এই গেম ফ্রীতে ডাউনলোড করা যাবে এবং খেলতেও কোনো চার্জ লাগবে না।

গেম প্রস্তুতকারক সংস্থা ক্র্যাফটন জানিয়েছে যে গেম খেলা কালীন ব্যবহারকারীর কোনো ব্যক্তিগত তথ্য চাওয়া হবে না, এবং কোনো ক্ষেত্রেই কারোর ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হবে না। যাদের বয়স ১৮ বছরের কম তাদের ক্ষেত্রে গেম খেলার পূর্বে নিয়ম অনুযায়ী তার অভিভাবকের অনুমতি প্রয়োজনীয়। নইলে এই গেম তারা খেলতে পারবেন না। এরপরেও যদি কোনো ভাবে তারা এই গেম খেলেন তবে তাদের বাবা মা সংস্থার কাছে এই তথ্য জানালে সংশ্লিষ্ট মাইনরের তথ্য সার্ভার থেকে ডিলিট করা হবে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.