করোনা বিধ্বস্ত ১৯ জেলা, জেলা শাসকদের বৈঠকে প্রধানমন্ত্রী, কবে পরিস্থিতি পর্যালোচনা জানালেন দিনক্ষণ

করোনার সেকেন্ড ওয়েভে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে গ্রামীণ এলাকাগুলি। গতবারে গ্রামীণ এলাকা গুলি সুরক্ষিত ছিল। এবার গ্রামাঞ্চল গুলিতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণে। দেশের ১৯ জেলার করোনা পরিস্থিতি ভয়াবহ। তারমধ্যে বাংলার দুই জেলাও রয়েছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা। আগামী ১৮ মে করোনা বিধ্বস্ত ১৯ জেলার জেলা শাসকদের সঙ্গে সরাসরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জেলায় জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমসিম অবস্থা। এবার সরাসরি হস্তক্ষেপ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ৪৬টি জেলার করোনা পরিস্থিতি খুব একটা ভাল নয়। তার মধ্যে ৯ রাজ্যের ২০টি জেলার অবস্থা ভয়াবহ। এই ২০ জেলার জেলা শাসকদের সঙ্গে সরাসরি এবার কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই তালিকায় পশ্চিমবঙ্গের দুই জেলার জেলা শাসকরাও থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

গত সোমবারই একাধিক রাজ্যের সঙ্গে অক্সিজেন পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই সুপ্রিম কোর্ট দেশে অক্সিজেন সরবরাহ পরিচালনায় কমিটি গড়ে দিয়েছে। যদিও কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য গুলিকে আস্বস্ত করা হয়েছে। যত দ্রুত সম্ভব অক্সিজেন সংকট মেটানোর চেষ্টা করা হচ্ছে। প্রতিনিয়ত অক্সিজেন প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্র।

এদিকে দেশের করোনা পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও দেখা পাওয়া যাচ্ছে না বলে নিশানা করেছে কংগ্রেস। অভিযোগ করা হয়েছে দেশে গঙ্গায় লাশ ভাসছে। আর প্রধানমন্ত্রী মোদীর কোথাও দেখা নেই। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে গত তিন মাস ধরে যে অতিরিক্ত জমায়েত হয়েছে তার জন্যই এই করোনা ভাইরাসের ব্যপক সংক্রমণ।