হাতে মাত্র ৭২ ঘণ্টা, ধেয়ে আসছে সুপার সাইক্লোন, পশ্চিম উপকূলে বিশেষ সতর্কতা জারি করল আইএমডি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। ৭২ ঘণ্টা পরেই ধীরে ধীরে উপকূলের দিকে এগোতে শুরু করবে। আরব সাগরে ধীরে ধীরে শক্তিবৃদ্ধি করছে সেটি। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে সতর্কতা জারি করা হয়েছে কোঙ্গন উপকূলে। মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আইএমডির তরফে জানানো হয়েছে ১৬ তারিখ ঘুর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে।

বছরের প্রথম ঘূর্ণিঝড়

আম্ফানের পর আর তেমন বড় কোনও ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলাতে হয়নি ভারতকে। ২০২১ সালে আবার এক বড় ঘূর্ণিঝড় আসতে চলেছে ভারতে। এবার আরব সাগর থেকে সেটি তৈরি হয়েছে। ধেয়ে আসছে পশ্চিম উপকূলের দিকে। এই বছরের প্রথম ঘূর্ণিঝড় বলা চলে একে। নাম দেওয়া হয়েছে তাউকাতে। তার উপরে নজর রেখে চলেছে আবহাওয়াবিদরা।

আরব সাগরে ঘনীভূত হচ্ছে

আগামী ৭২ ঘণ্টা আরব সাগরে শক্তি বৃদ্ধি করবে সেটি। এমনই জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া সংস্থা। লাক্ষাদ্বীপের কাছাকাছি অবস্থান করছে সেটি। আগামীকালের মধ্যে লাক্ষাদ্বীপের কাছে সেটির অবস্থান আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। লাক্ষাদ্বীপের কাছ থেকে শক্তিবৃদ্ধি করে সেটি গুজরাত উপকূলের দিকে এগোবে বলে মনে করা হচ্ছে। আগামী ১৮ মে সেটি গুজরাত উপকূলের কাছে পৌঁছবে বলে মনে করছেন তাঁরা।

বৃষ্টির সতর্কতা

আজ রাত থেকেই কোঙ্কল উপকূলের আবহাওয়া বদলাতে শুরু করবে। আইএমডির তরফে জানানো হয়েছে আজ রাত থেকে গোয়া, মহারাষ্ট্র, কর্ণাটক সহ একাধিক রাজ্যের উপরকূলবর্তী এলাকা গুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে। আগামিকাল থেকে তার দাপট আরও বাড়বে। আগামী ৭২ ঘণ্টার জন্য এই এলাকা গুলিতে সতর্কতা জারি করা হয়েছে।

কে দিল এমন নাম

ঘূর্ণিঝড়ের এবারের নাম গিয়েছে মায়ানমার। তাউকাতে শব্দের অর্থ হল এক ধরনের টিকিিটকি যা প্রবল শব্দ করে। ঘূর্ণিঝড়ের গতি এবং ঝড়ের দাপটের জন্যই এই নাম দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।সব দেশই কোনও না কোনও নাম দিয়ে থাকে ঘূর্ণিঝড়ের।