নয়া দিল্লিঃ দেশজুড়ে করোনা সংক্রমণ ক্রমশ বেড়ে চলায় একদিকে যেমন চিকিৎসা ব্যবস্থার নাজেহাল অবস্থা, ঠিক অন্যদিকে তেমন আবার ভেঙে পড়েছে অর্থনৈতিক পরিকাঠামো। ভাইরাসের কারণে অনেকে কাজ হাড়িয়েছে। আবার অনেক শিক্ষার্থীরা এই মাহামারী পরিস্থিতির জন্য নিজেদের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত রয়েছে। তবে কিছু খারাপের মধ্যেও যেমন ভালো কিছু থাকে, তেমনই যারা এই সময়ে চাকরি খুঁজে চলেছে তাদের জন্য রয়েছে সুখবর। Bharat Electronics Limited তাদের Trainee Engineer এর ৩০ শূণ্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
Bharat Electronics Limited তাদের Trainee Engineer পদের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু করেছে চলতি মাসের ১২ তারিখ থেকে। এই প্রক্রিয়া শেষ করা হবে আগামী ২১ মে। অনলাইন মাধ্যমে আগ্রাহী প্রার্থীরা আবেদন করতে পারবে এই পদের জন্য। Bharat Electronics Limited অফিসিয়াল ওয়েবসাইট www.bel-india.in ঠিকানায় সমস্ত প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করতে হবে প্রার্থীদের। আবেদন পত্রের জন্য জেনারেল প্রার্থীদের ২০০ টাকা দিয়ে এসবিআই (SBI) ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করতে হবে। অন্যদিকে এই পদের জন্য এসসি (SC), এসটি (ST) এবং পিডাব্লুডি (PWD) প্রার্থীদের এই পদের জন্য কোনও আবেদন মূল্য দিতে হবে না।
Bharat Electronics Limited সংস্থার Trainee Engineer এর জন্য ৩০ টা পদে নিয়োগ করা হবে ভারতীয় নাগরিকদের। পদের জন্য ২৫,০০০ টাকা মাসিক বেতন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২১ সালের মে মাসের ১ তারিখ পর্যন্ত যাদের বয়স ২৫ বছরের মধ্যে তারা এই পদের জন্য আবেদন করতে পারবে। ২৫ এর বেশি বয়সীরা আবেদনের যোগ্য হবে না।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ইলেক্ট্রনিক্স (Electronics), ইলেক্ট্রনিক্স এবং জ্ঞাপন (Electronics & Communication), ই অ্যান্ড টি (E&T), টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (Telecommunication Engineering) বিভাগে বি.ই (B.E.) এবং বি টেক (B. Tech) নিয়ে পড়া শিক্ষার্থীরা Trainee Engineer পদের জন্য আবেদন করতে পারবে। এর পাশাপাশি এই পদে চাকরি করবার জন্য জেনারেল (General), ওবিসি (OBC) এবং ইডাব্লুএস (EWS) প্রার্থীদের ফাস্ট ক্লাস নিয়ে উত্তীর্ণ এবং এসসি (SC), এসটি (ST) এবং পিডাব্লুডি (PWD) প্রার্থীদের উত্তীর্ন হতে হবে। এছড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, Bharat Electronics Limited সংস্থার Trainee Engineer পদের জন্য ন্যূনতম ছয় মাসের শিল্পের অভিজ্ঞতা থাকতে হবে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.