করোনা আক্রান্ত হাসি রয়েছেন চেন্নাইতে
আইপিএল চলার সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ তথা প্রাক্তন ক্রিকেটার মাইকেল হাসি। চিকিৎসার জন্য ওই অস্ট্রেলিয়কে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সংক্রমণ খুব একটা বেশি না থাকায় ধীরে ধীরে সুস্থও হয়ে গিয়েছিলেন হাসি। কিন্তু সেই সময় আবারও তাঁর কোভিড ১৯ টেস্ট পজিটিভ আসে। ফলে চেন্নাইতেই আইসোলেশনে দিন কাটাতে হচ্ছে অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যানকে।
মালদ্বীপে নিষেধাজ্ঞা
ভারতে বাড়তে থাকা কোভিড ১৯ সংক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছে মালদ্বীপ। তাদের দেশে ভারতীয় যাত্রীদের নিত্য যাতায়াত বন্ধ করতে কড়া পদক্ষেপ নিয়েই ফেলেছে মালদ্বীপ সরকার। ১১ মে থেকে ভারতের সঙ্গে সে দেশের বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আর সেই গেরোয় ভারতেই আটকা পড়তে চলেছেন মাইকেল হাসিও।
অস্ট্রেলিয় সরকারের কড়া মনোভাব
আগামী ১৫ মে পর্যন্ত ভারতীয় যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে অস্ট্রেলিয়ায়। তার মেয়াদ আর বাড়ানো হতে পারে বলে খবর। অর্থাৎ ততদিন ভারত থেকে সরাসরি অস্ট্রেলিয়া উড়ে যাওয়া সম্ভব নয়। ভারতে আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয় ক্রিকেটাররা মালদ্বীপ হয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। করোনা আক্রান্ত মাইকেল হাসির সামনে সেই দরজাও বন্ধ হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস।
পরিস্থিতি ওপর নজর রাখা হচ্ছে
তবে এখনই আশাহত হতে রাজি নয় চেন্নাই সুপার কিংস। আপাতত গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে এমএস ধোনির দল। বৃহস্পতিবার মাইক হাসির আরও একটি কোভিড ১৯ টেস্ট করা হয়েছে। শুক্রবার রিপোর্ট আসার কথা। হাসি পুরোপুরি করোনা ভাইরাসমুক্ত এবং সুস্থ হলে তবেই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন সিএসকে-র চিফ এগজিকিউটিভ অফিসার বা সিইও কাসী বিশ্বনাথন।