বিজেপির রাজ্য সভাপতির ভূমিকায় রাজ্যপাল, মাথাভাঙা-শীতলকুচি সফর নিয়ে ধনখড়কে নিশানা পার্থপ্রতিমের
বিজেপি সাংসদ নীশিথ প্রামাণিককে সঙ্গে নিয়ে মাথাভাঙা, শীতলকুচিতে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের বাড়িতে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালেক এই সফরকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ প্রতিম রায়। িতনি কটাক্ষ করে বলেছেন রাজ্যপাল বিজেপির রাজ্য সভাপতির ভূমিকা পালন করছে। এরকম কাজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মাঝে মাঝে করে থাকেন বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা। বিজেপিকে অক্সিজেন যোগানোর কাজ করছেন রাজ্যপাল।
সংবিধান রক্ষা করতেই শীতলকুচিতে, মুখ্যমন্ত্রী মমতার অনুমতি নেওয়া প্রসঙ্গ বিস্ফোরক রাজ্যপাল ধনখড়

মাথাভাঙায় রাজ্যপাল
ভোট পরবর্তী হিংসা নিেয় প্রথম থেকেই তৎপর হয়ে উঠেছে বিজেপি। এই নিয়ে রাজ্যপালকে ফোনও করেছিলেন প্রধানমন্ত্রী। তারপরেই রাজ্যপাল শীতলকুচি ও মাথাভাঙা সফরের সিদ্ধান্ত নেন বলে মনে করা হচ্ছে। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মতই বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙা ও শীতলকুচি সফরে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক।

আক্রান্তদের সঙ্গে কথা
মাথাভাঙায় ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল জগদীপ খনখড়। তাঁদের বাড়ি ঘর কীভাবে ভেঙে ফেলা হয়েছে সেটা দেখেন খতিয়ে দেখেন তিনি। রাজ্যপালকে দেখে কান্নায় ভেঙে পড়েন আক্রান্তদের পরিবারের লোকেরা। রাজ্যপাল নিজেও আবেগতাড়িত হয়ে পড়েন। প্রসঙ্গত উল্লেখ্য এই মাথাভাঙােই ভোটের লাইনে গুলিতে মারা গিয়েছেন এক যুবক। তিনি বিজেপি সমর্থক বলে দাবি করা হয়েছিল।

শীতলকুচিতে গো ব্যাক স্লোগান
শীতলকুচিতেও যান রাজ্যপাল। সেখানে পা রাখতেই রাজ্যপালকে দেখে কালো পতাকা দেখানো হয়। এমনকী গো ব্যাক স্লোগানও দিতে শোনা গিয়েছে। এই নিয়ে এলাকায় সাময়িক ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও রাজ্যপাল দাবি করেছেন তিনি সাংবিধান রক্ষা করতেই এখানে এসেছেন। তার জন্য মুখ্যমন্ত্রীর অনুমতির প্রয়োজন নেই। প্রসঙ্গত উল্লেখ্য ভোটের দিন শীতলকুচিতেই সিআরপিএফের গুলিতে চারজনের মৃত্যু হয়েছিল।

রাজ্যপালকে িনশানা
রাজ্যপালের শীতলকুচি সফরের কড়া সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা পার্থপ্রতিম রায়। তিনি ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতির ভূমিকা পালন করছেন রাজ্যপাল। রাজ্যে ধুঁকতে থাকা বিজেপিকে অক্সিজেন যোগানোর কাজ করছেন তিনি। সাজানো গোছানো কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছেন তিনি। ১০ এপ্রিল নিহতদের পরিবারের সঙ্গে দেখা করুন। বিজেপির হার্মাদরা যেভাবে তৃণমূলের কর্মীসমর্থকদের মেরেছে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলুন, দিনহাটার প্রাক্তন বিধায়ন উদয়ন গুহর পরিবারের সঙ্গে কথা বলুন।