আমস্টারডাম: দিনকয়েক আগে সমর্থকদের একপ্রকার উপেক্ষা করেই ইউরোপিয়ান ফুটবলে মাথাচাড়া দিয়ে উঠেছিল এক বিদ্রোহী লিগ। অংশ নিয়েছিল ইউরোপের প্রথম সারির ১২টি ক্লাব। শেষমেষ সমর্থক বিক্ষোভে ঠেকানো গিয়েছে সেই বিদ্রোহী শক্তিকে। ক্লাব অন্ত প্রাণ সমর্থকেরাই যে ক্লাবের সবচেয়ে বড় সম্পদ সেটা আরও একবার প্রমাণিত সত্য হয়ে দেখা দিয়েছে। এবার ক্লাবের সেই সমর্থকদের কথা ভেবেই এমন এক সিদ্ধান্ত নিল নেদারল্যান্ডের চ্যাম্পিয়ন ক্লাব আয়াক্স (Ajax), যা চিরকালীন দৃষ্টান্ত হয়ে রয়ে যাবে বিশ্ব ফুটবলে।

করোনা আবহেই সদ্য ২০২০-২১ মরশুমে এরেদিভিসি (Eredivisie) চ্যাম্পিয়ন হয়েছে আমস্টারডামের ক্লাবটি। লিগ জয়ের মুহূর্তে জোহান ক্রুয়েফ স্টেডিয়ামের (Johan Cruyff) বাইরে করোনা-বিধি ভেঙে সেলিব্রেশনে মেতেছিলেন সমর্থকেরা। সেই সমর্থকদের কথা ভেবেই অভিনব উদ্যোগ ডাচ চ্যাম্পিয়নদের। অতিমারির জেরে চলতি মরশুমেও সমর্থকেরা মিস করেছেন তাদের প্রিয় দলের খেলা। সেই সমর্থকদের কথা ভেবে এরেদিভিসি ট্রফি গলিয়ে ফেলার সিদ্ধান্ত নিল আয়াক্স কর্তৃপক্ষ। আর তা থেকে তৈরি হবে ৪২ হাজার ছোট-ছোট চ্যাম্পিয়ন স্টার।

সেই চ্যাম্পিয়ন স্টার বিলিয়ে দেওয়া হবে ক্লাবের ৪২ হাজার সিজন টিকিট হোল্ডারদের। কঠিন সময়ে ডাচ ক্লাবের এই চরম সিদ্ধান্তকে কুর্নিশ জানাচ্ছে ফুটবল বিশ্ব। আয়াক্সের তরফ থেকে এই স্টারগুলিকে বলা হচ্ছে ‘আ পিস অফ আয়াক্স’ (A piece of Ajax)। জেনারেল ডিরেক্টর এডুইন ভ্যান দার সার (Edwin Van Der Sar) বিষয়টি সম্পর্কে বলছেন, ‘এই মরশুমে আমাদের কার্যত পুরো সময়টাই সমর্থকদের ছাড়া খেলতে হয়েছে। তবুও স্টেডিয়ামে প্রবেশের পথে আমরা প্রতি মুহূর্তে তাদের উপস্থিতি অনুভব করেছি। সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা ব্যক্তিগতভাবে আমরা যোগাযোগ রেখেছি সমর্থকদের সঙ্গে। আগেই আমরা এই খেতাব সমর্থকদের উৎসর্গ করেছিলাম। এবার ট্রফি ভাগ করে নেওয়ার বিষয়টা বোধহয় তার চূড়ান্ত প্রমাণ হয়ে রয়ে যাবে। একটা অশান্ত বছরের পর আমরা সমর্থকদের অনুভব করাতে চাই যে তারা আমাদের চ্যাম্পিয়নশিপের অঙ্গ।’

Piece of victory
Piece of history
Piece of Ajax

Literally. For you. 🎖#XXXV pic.twitter.com/Bllbh9M4tA

— AFC Ajax (@AFCAjax) May 12, 2021

অধিনায়ক ডুসান ত্যাদিচ (Dusan Tadic) বলছেন, ‘গত বছর থেকেই আমরা আমস্টারডাম-সহ যেখানে যেখানে খেলেছি সমর্থকদের ব্যাপকভাবে মিস করেছি। তাই এই খেতাবটা আমরা তাদের উৎসর্গ করতে চাই একইসঙ্গে সমর্থকদের সামনে ফের খেলার জন্য আমাদের তর সইছে না।’ উল্লেখ্য, গত ২ মে এফসি এমেনকে (FC Emmen) ৪-০ গোলে হারিয়ে খেতাব জয় নিশ্চিত করেছে আয়াক্স।

তিন ম্যাচ বাকি থাকতেই প্রিয় ক্লাবের লিগ জয় সেলিব্রেট করতে সেদিন কাতারে-কাতারে সমর্থক ভিড় জমিয়েছিলেন আমস্টারডামের জোহান ক্রুয়েফ স্টেডিয়ামের বাইরে। হাতে প্রিয় দলের পতাকা, আতসবাজি নিয়ে রাজধানীর রাস্তার দখল নিয়েছিলেন আয়াক্স সমর্থকেরা। ২০১৮-১৯ পর এই নিয়ে ৩৫ বার ঘরোয়া লিগ জিতল আয়াক্স।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.