করোনা আবহে পরিযায়ীদের স্বাস্থ্য-সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, রিপোর্ট তলব কেন্দ্রের কাছে

দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণের শুরু থেকেই ফের পথে বসেছেন দেশের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক। একাধিক রাজ্যে আংশিক বা পূর্ণ লকডাউন শুরু হওয়াতে চরমে উঠেছে সঙ্কট। এমতাবস্থায় পরিযায়ীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। এমনকী করোনা আবহে তাদের পাশে দাঁড়াতে কী কী কর্মসূচি নেওয়া হয়েছে তারও রিপোর্টা চাওয়া হল সরকারের কাছে।

করোনা আবহে ফের মাথাচাড়া দিচ্ছে দেশের পরিযায়ী সঙ্কট

এদিকে চলতি বছর পরিযায়ী সঙ্কট দেখে অনেকেই মনে করতে পারছেন গত বছরের সেই দুর্বিষহ দিনগুলির কথা। আচমকা লকডাউনের জেরে সেই সময় পথে বসে গিয়েছিলেন হাজার হাজার রোজগেরে মানুষ। কর্মহীন হয়ে মাইলে পর মাইল পথ পায়ে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক। কেউ বা মারা গিয়েছিলেন অতিরিক্ত হাঁটার ক্লান্তির কারণে। কেউ বা প্রাণ হারিয়েছিলেন ট্রেনের চাকার তলায়। কেউ প্রাণপাত করেছিলেন শুধুমাত্র অভুক্ত থাকার কারণেই।

গত বছরের পুনরাবৃত্তি ঠেকাতেই আগাম নির্দেশ সুপ্রিম কোর্টের

ওয়াকিবহাল মহলের ধারণা এবারে যাতে সেই পরিস্থিতি পুনরায় ফিরে না আসে তাই আগাম ব্যবস্থা নিতে চাইছে সুপ্রিম কোর্ট। আর তা নিয়েই এদিন উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় শীর্ষ আদালতের বিচারপতি অশোক ভূষণ ও এমআর শাহের ডিভিশন বেঞ্চকে। প্রসঙ্গত উল্লেখ্য, দেশের পরিযায়ী শ্রমিকদের পরিবহন, খাদ্য ও অর্থের বিষয়ে নিরাপত্তার দাবিতে সম্প্রতি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে বিশেষ আবেদন করতে দেখা যায় আইনজীবী প্রশান্ত ভূষণকে।

দায়ের জনস্বার্থ মামলা

এদিন তারই শুনানি চলাকালীন করোনা আবহে পরিযায়ীদের আর্থ-সামাজিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। এমনকী অর্থ ছাড়া তাদের জীবন চলবে কী করে সেই প্রশ্নও সরাসরি এদিন করতে দেখা যায় বিচারপতিদের। অন্যদিকে দেশের শ্রমিকদের জীবমমানের সঙ্কট নিয়ে সম্প্রতি অপর একটি জনস্বার্থ মামলা করেন সমাজকর্মী অঞ্জলি ভরদ্বাজ, হর্ষ মন্দির ও জগদীপ চোকর।

আত্মনির্ভর ভারত যোজনার আওতায় রেশন দেওয়ার দাবি

ওই মামলাতেও গতবছরের আতঙ্ক, নিদারুণ অর্থকষ্ট ও পরিশেষে পরিযায়ীদের চরম দুর্দশার কথা তুলে ধরা হয়। এমনকী সেই পরিস্থিতির পুনারাবৃত্তি যে গোটা দেসে ফের শুরু হয়েছে সে কথা মনে করান তাঁরা। এমনকী ওই আবেদনেই কেন্দ্রের আত্মনির্ভর ভারত যোজনার আওতায় দেশের ৮ কোটি পরিযায়ী শ্রমিকদের রেশন দেওয়ার দাবিও জানানো হয়। যদিও এই বিষয়ে এখনও সুপ্রিম কোর্টের তরফে কোনও নির্দে দেওয়া হয়নি। তবে শীঘ্রই তা আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।