সোনার দাম অক্ষয় তৃতীয়ার আগে কোথায় গিয়ে ঠেকল, ১৩ মে কলকাতা সহ মেট্রো শহরের দর একনজরে

রাত পোহালেই অক্ষয় তৃতীয়া। আর এমন এক দিনে শুভ মুহূর্ত দেখে সোনা কেনার বার্তা দেন বহু শাস্ত্রজ্ঞ। কথিত রয়েছে অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কিনলে তার ক্ষয় হয়না। ফলে তা অক্ষত থেকে যায়। এদিকে, বহু বাজার-বিশেষজ্ঞ বলছেন এমন দিনে সোনা কিনে রাখা আগামীতে লাভজনক হতে পারে বর্তমান পরিস্থিতির বিচারে। একনজরে দেখা যাক অক্ষয় তৃতীয়ার আগে সোনার দামের ট্রেন্ড কোনদিকে।

করোনার কোপে পিছল সিভিল সার্ভিস পরীক্ষা, নতুন দিন কবে জেনে নিনকরোনার কোপে পিছল সিভিল সার্ভিস পরীক্ষা, নতুন দিন কবে জেনে নিন

অক্ষয় তৃতীয়ার আগে সোনার দাম

বুধবার বাজার বন্ধ হওয়ার আগে সোনার দাম ১০ গ্রামে ৪৭,৪৭২ টাকা হয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এই দাম ১০ গ্রামের নিরিখে ১৬১ টাকা কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সময় সোনা কিনে রাখলে পরবর্তীকালে তা বড় লাভ দিতে পারে খাতায় কলমে।

সোনার দামের পতন ও ভারত

বিশেষজ্ঞরা বলছেন, গতকাল মার্কিন ডলারের উত্থান ও বিশ্বের তাবড় মুদ্রার পতন যেমন একটি দিক ছিল, অন্যদিকে, মার্কিন কনজিউমার ডেটা মার্কিন ডলারের উত্থানকে সমর্থন করছিল। সেই কারণে পড়ে যায় সোনার দাম। তবে মার্কিন ডলারের এই উত্থান বেশি দিন টিকবে না বলে বহু বিশেষজ্ঞের দাবি।

কলকাতায় সোনার দাম ও অক্ষয় তৃতীয়া

প্রসঙ্গত, কলকাতায় এদিন ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৮০০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম কল্লোলিনী তিলোত্তমায় হয়েছে ৪৯,৫৬০ টাকা। এদিকে, বলা হচ্ছে ১৪ মে অক্ষয় তৃতীয়ার দিন যদি বেলা সাড়ে ১২ টার মধ্যে সোনা কেনা যায়, তাহলে তা মঙ্গলদায়ী ফলাফল দেবে। সেই অর্থে বিয়ে র মরশুমে এই দাম বার্তাবাহী।

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,০০০ টাকা, ২৪ ক্যারেটে আজ ৪৯,০৯০ টাকা। মুম্বইতে সোনার জাম ২২ ক্যারেটে ৪৪,৭২০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৭২০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৯০০ টাকা। সোনার দাম ২৪ ক্যারেটে দাম ৪৯,৯০০ টাকা রাজধানীতে।

(তথ্য সূত্র গুড রিটার্নস)