কলকাতা২৪x৭ঃ ভারতীয়দের কাছে বিনোদনের অন্যতম দুটি মাধ্যম হল স্পোর্টস ও বলিউড। দুটি সম্পূর্ণ ভিন্ন মাধ্যম হলেও এমন কিছু জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব আছেন যাঁরা এই দুই মাধ্যমের মেলবন্ধন ঘটিয়েছেন। বেশ কয়েকজন সফল ভারতীয় ক্রীড়াবিদ নিজেদের জগতে সফলতা অর্জন করার পরে বলিউডেও পদার্পণ করেছেন। এমনই কয়েকজন জনপ্রিয় ক্রীড়াবিদ কারা, দেখে নেওয়া যাক।

• দারা সিং Dara Singh
বিশ্ববিখ্যাত জনপ্রিয় কুস্তিগির দারা সিং কুস্তির জগতে সফলতা অর্জন করার পর বলিউডে পদার্পণ করেন। রেসলিং অবজারভার নিউজলেটার হল অফ ফেমের(Wrestling Observer Newsletter Hall of Fame) সদস্য দারা সিং-কে বেশ কয়েকটি বলিউড ছবিতে দেখা গিয়েছে। তাঁর অভিনীত কয়েকটি জনপ্রিয় ছবি হল ‘কাল হো না হো’, ‘জব উই মেট’ প্রভৃতি।

• অজয় জাদেজা (Ajay Jadeja)
ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজাকেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। ১৫টি টেস্ট ও ১৯৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করা অজয়কে সানি দেওল ও সুনীল শেট্টির সঙ্গে ‘পল পল দিল কে সাথ’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও ‘খেল’ ছবিতেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

• কপিল দেব (Kapil Dev)
১৯৮৩ সালে ভারতকে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক কপিল দেবও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। টেস্ট ক্রিকেটে পাঁচ হাজারের বেশি রান ও চারশোর বেশি উইকেটের মালিক কপিলকে ‘ইকবাল’, ‘চ্যান কুলি কি ম্যান কুলি’, ‘মুঝসে শাদি করোগি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে।

• লিয়েন্ডার পেজ (Leander Paes)
টেনিসে ১৩টি গ্র্যান্ড স্লাম সিঙ্গলস খেতাব ও ১৩টি গ্র্যান্ড স্লাম ডাবলস খেতাব জয়ী জনপ্রিয় ভারতীয় ক্রীড়াবিদ লিয়েন্ডার পেজ বলিউডে পা রাখেন ২০১৩ সালে ‘রাজধানী এক্সপ্রেস’ ছবির মাধ্যমে। তবে ভারতীয় টেনিসের জগতে বেশ কিছু অসামান্য কৃতিত্বের অধিকারী লিয়েন্ডার অভিনয় জগতে কিন্তু বিশেষ নাম করতে পারেননি।

• বিনোদ কাম্বলি (Vinod Kambli)
সচিন তেন্ডুলকরের ভালো বন্ধু ও প্রাক্তন ভারতীয় কিকেটার বিনোদ কাম্বলিকেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। বিনোদকে সঞ্জয় দত্ত ও সুনীল শেট্টির সঙ্গে ‘অনর্থ’ ছবিতে ও তাঁর ক্রিকেটীয় সতীর্থ অজয় জাদেজার সঙ্গে ‘পল পল দিল কে সাথ’ ছবিতে দেখা গিয়েছে।

• সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)
ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ও টেস্ট ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার সুনীল গাভাস্কারও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। মারাঠি ছবি ‘সাঁভলি প্রেমাচি’ ছবিতে অভিনয়ের পর থেকে অভিনয় জগতেও তাঁর পরিচিতি বাড়তে থাকে। এরপর তাঁকে হিন্দি ছবি ‘মালামাল’এও অভিনয় করতে দেখা গিয়েছে।

• বিজেন্দ্র সিং (Vijender Singh)
২০০৮ অলিম্পিকে বক্সিং-এ ভারতের হয়ে ব্রোঞ্জ সোনাজয়ী বিজেন্দ্র সিং-কেও বলিউড ছবিতে দেখা গিয়েছে। ২০০৬ ও ২০১৪ কমনওয়েলথ গেমসে রূপোর পদক জয়ী বিজেন্দ্র ২০১৪ সালে ‘ফাগলি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। এই ছবির মাধ্যমে বিজেন্দ্রর সাথেই জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবাণীও বলিউডে পদার্পণ করেছিলেন।

• দ্য গ্রেট খালি (The Great Khali)
দলীপ সিং রানা বা দ্য গ্রেট খালি একজন পেশাদার কুস্তিগির। তিনিও বেশ কয়েকটি দেশি-বিদেশি ছবিতে অভিনয় করেছেন। তাঁর অভিনীত কয়েকটি ছবি হল, ‘গেট স্মার্ট’, ‘দ্য লঙ্গেস্ট ইয়ার্ড’, ‘কুস্তি’ প্রভৃতি।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.