মেসি-রোনাল্ডোকে হারিয়ে উপার্জনে শীর্ষে ফাইটার কনর, ফোর্বসের তালিকায় আরও চমক

ফুটবল তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে উপার্জনের নিরিখে এগিয়ে গেলেন ইউএফসি-র আসর কাঁপানো তারকা কনর ম্যাকগ্রেগর। এ সংক্রান্ত ফোর্বসের সদ্য প্রকাশিত তালিকায় যে এত চমক থাকবে, তা হয়তো ভাবতেই পারেননি ক্রীড়া প্রেমীরা। জনপ্রিয় ম্যাগাজিনের তরফে বুধবারই বিশ্বের ১০ ধনী অ্যাথলিটের তালিকা প্রকাশ করা হয়েছে।

ফোর্বসের প্রকাশিত তালিকা অনুযায়ী করোনা ভাইরাসের আবহেই ২০২০ সালে সবচেয়ে বেশি উপার্জন ছিল কনর ম্যারগ্রেগরের। ৩২ বছরের মিক্সড মেটিরিয়াল আর্টস সুপারস্টার ওই বছর মাত্র একটি লড়াই লড়েছিলেন। ডোনাল্ড কেরোনের বিরুদ্ধে তিনি সেই লড়াই জিতেওছিলেন। ওই একটি ম্যাচ থেকে ২২ মিলিয়ন ডলার উপার্জন করেছিলেন আইরিশ ফাইটার। কমার্শিয়াল ভেনচার ও এনডোর্সমেন্ট ধরে ওই বছর মোট ১৮০ মিলিয়ন ডলার রোজগার করেছেন কনর।

তালিকায় অনেকটাই পিছিয়ে রয়েছেন ফুটবল তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বার্সেলোনা তথা আর্জেন্টিনার মহাতারকা অতিমারী প্রভাবিত ২০২০ সালে ১৩০ মিলিয়ন ডলার উপার্জন করেন। ১২০ মিলিয়ন ডলার উপার্জন করেন জুভেন্টাস তথা পর্তুগিজ ফুটবল তারকা সিআর সেভেন।

Here are the world's 10 highest-paid athletes: https://t.co/veKcj2P39p pic.twitter.com/owlrqwKlV4

— Forbes (@Forbes) May 12, 2021

ফোর্বসের এই তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন এনএফএল খ্যাত ডালাস কাউবয়েজের কোয়ার্টারব্যাক ডাক প্রেসকট। যিনি ২০২০ সালে ১০৭.৫ মিলিয়ন ডলার উপার্জন করেছেন। এনবিএ তারকা লিবর্ন জেমস তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন। গত বছর তিনি ৯৬.৫ মিলিয়ন ডলার রোজগার করেন। ষষ্ঠ স্থানে থাকা ব্রাজিলিয় ফুটবল তারকা নেইমার জুনিয়র ২০২০ মরসুমে ৯৫ মিলিয়ন ডলার উপার্জন করেছেন বলে ফোর্বসের তরফে জানানো হয়েছে।

Autri 2 Sengupta, [09.05.21 16:58]

করোনার আবহেও বার্ষিক ৯০ মিলিয়ন অর্থ উপার্জন করে তালিকার সপ্তম স্থানে রয়েছেন টেনিস তারকা রজার ফেডেরার। ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন (৮২ মিলিয়ন), এনএফএল তারকা টম ব্র্যাডি (৭৬ মিলিয়ন) ও এনবিএ তারকা কেভিন ডুরান্ট (৭৫ মিলিয়ন) যথাক্রমে তলিকার অষ্টম, নবম ও দশম স্থানে অবস্থান করছেন।