দক্ষিণ কোরিয়ান ফোন প্রস্তুত কারক সংস্থা Samsung তাদের গ্রাহকদের জন্য নতুন একটি 5G সংযোগের স্মার্টফোন (smartphones) বাজারে লঞ্চ করতে চলেছে। এই সংস্থা তাদের 5G স্মার্টফোনের পোর্টফোলিওতে Galaxy A22s যুক্ত করবে বলে আশাকরা হচ্ছে। কিছুদিনে আগে এই ডিভাইসটির SM-A226B/DS মডেল নম্বর টিইউভি এসইউডি (TUV SUD) প্রত্যয়িত হয়েছে। আর সম্প্রতি গুগল প্লে কনসোল (Google Play Console) এই একই মডেল নম্বর তাদের তালিকায় প্রকাশ করেছে। পাশাপাশি তালিকায় সংস্থার আসন্ন স্মার্টফোনের বেশ কিছু বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে।
গুগল প্লে কনসোলে (Google Play Console) আসন্ন নতুন Galaxy A22s 5G সংযোগ স্মার্টফোনের SM-A226B/DS মডেল নম্বরের সঙ্গে হার্ডওয়্যার (hardware) সম্পর্কিত বিষয়গুলিও তালিকায় প্রকাশ করেছে। ফোনটিতে একটি ওয়াটারড্রপ নোচ ডিসপ্লে থাকবে, যার ছবিও গুগল কনসোল ভাগ করেছে।
আরও পড়ুন: একাধিক বৈশিষ্ট্য নিয়ে বাজারে আসছে Vivo-র এই আপগ্রেড স্মার্টফোনটি
Galaxy A22s 5G সংযোগের স্মার্টফোনের চিবুকটি (chin) যথেষ্ট ঘন থাকলেও বেজেলগুলি (bezels) পাতলা রাখা হয়েছে। এছাড়া সংস্থা তাদের আসন্ন স্মার্টফোনের পিছনে ওপরের বাম দিকে একটি বর্গাকার ক্যামেরা মডিউল রেখেছে, যা ফোনটির চেহারাকে আরও সুন্দর করে তোলে।
গুগল কনসোলের তালিকা অনুযায়ী সংস্থার ফোনে থাকতে পারে একটি MediaTek MT6833V/NZA চিপসেট। এই প্রসেসরটি Dimensity 700 SoC হিসাবেও পরিচিত। অন্যদিকে octa-core MediaTek 5G processor এর সঙ্গে যুক্ত থাকবে Mali G57 GPU এবং 4GB র্যাম ব্যবস্থা। স্টোরেজের জন্য আসন্ন স্মার্টফোনে একাধিক র্যাম এবং স্টোরেজের বিকল্পেও মিলতে পারে। তবে এই বিষয়ে সংস্থার তরফে ঘোষণার অপেক্ষা করতে হবে নিশ্চিত হওয়ার জন্য।
গুগল কনসোল (Google Play Console) তাদের তালিকায় আরও উল্লেখ করে জানিয়েছে, Galaxy A22s 5G সংযোগের স্মার্টফোনে মিলতে পারে একটি FHD+ ডিসপ্লের সঙ্গে 1080 x 2009 পিক্সেল স্ক্রিন রেজোলেউশন।
সংস্থার আসন্ন Galaxy A22s 5G স্মার্টফোনটি পূর্বের Galaxy A22 রি-ব্র্যান্ড (rebranded) হিসেবে প্রকাশ করছে বলে গুজব শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে কোনও তথ্য প্রমাণ এখনও মেলেনি। সুতরাং, এটা স্পষ্ট করে বলা সম্ভব নই যে আসন্ন স্মার্টফোনটি আদৌ সংস্থার কোনও পূর্বের প্রকাশ করা মডেলের রি-ব্র্যান্ড (rebranded) কিনা।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.