গত ২৪ ঘণ্টায় ফের গোটা দেশে বেড়েছে করোনা সংক্রমণের পারা। এমতাবস্থায় এবার মহারাষ্ট্রের পথে হেঁটেই লকডাউনের মেয়াদ বাড়ল বিহারেও। এদিকে গত সপ্তাহেই টুইট করে লকডাউনের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মেয়াদ ছিল ১৫ মে পর্যন্ত। বর্তমানে তা বাড়িয়ে ২৫ মে পর্যন্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে।
মূলত করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতেই রাজ্যে আরও ১০ দিন লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানাচ্ছেন প্রশাসনিক আধিকারিকেরা। অন্যদিকে এদিনও লকডাউনের মেয়াদবৃদ্ধির কথা জানিয়ে হিন্দিতে টুইট করতে দেখা যায় নীতীশ কুমারকে। যাতে লেখা, “ চলমান লকডাউন নিয়ে ইতিমধ্যেই আমাদের বিভিন্ন মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি লকডাউনের জেরে সংক্রমণের পারাপতন হচ্ছে।”
ওই টুইটেই নীতীশ আরও যোগ করেন, সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করেই আমরা লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা চিন্তাভাবনা করেছি। যা আগামী ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত ১০ দিনের জন্য বাড়ানো হচ্ছে। এদিকে এর আগে বিহারের বিপর্যয় মোকাবিলা মন্ত্রকই প্রথম লকডাউনের সিদ্ধান্ত নেয়। তারপরেই মুখ্যসচিবের কাছ থেকে সবুজ সংকেত মেলার পরেই ৫ থেকে রাজ্যে ১০ দিনের লকডাউন জারি হয়ে যায়।
করোনার দাপট কমাতে ফের লকডাউনের মেয়াদ বাড়ল মহারাষ্ট্রে, রাজ্যে প্রবেশে জারি নয়া নির্দেশিকা
এদিকে প্রথম পর্বের লকডাউনে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল, মেডিকেল ল্যাবরেটরি, অ্যাম্বুলেন্স পরিষেবা, নিত্য প্রয়োজনীয় পরিষেবা যেমন সিভিল ডিফেন্স, বৈদ্যুতিক সরবরাহ, জল সরবরাহ, ফায়ার সার্ভিস, ভেটেরিনারি কাজ, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে শুধুমাত্র ছাড় দেওয়া হয়। দ্বিতীয় পর্বের লকডাউনেও সেই বিধিনিষেধই কার্যকর থাকছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।