নয়াদিল্লি: দেশে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা ভাইরাস। ক্রমেই বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা।
দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও বাড়ছে সংক্রমন। দেশব্যাপী অক্সিজেনের অভাব, ওষুধের সংকট, আইসিইউ
বেডের আকাল বাড়িয়েছে সঙ্কট। এই অবস্থায় পিছিয়ে গেলো ইউপিএসসি (UPSC) সিভিল সার্ভিস (civil
services) পরীক্ষা। পরীক্ষা হওয়ার কথা ছিল জুন মাসের ২৭ তারিখ। দিন পরিবর্তিত হয়ে আগামী অক্টোবরের
১০ তারিখ হবে পরীক্ষা। এমনটাই জানিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি।

প্রত্যেক বছর ইউপিএসসি পরীক্ষা হয় তিনটি পর্যায়ে – প্রিলিমস, মেনস ও ইন্টারভিউ। এই পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (IPS) সহ যাবতীয় অফিসার এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়।

আরও পড়ুন: একাধিক পদে চাকরির সুযোগ দিচ্ছে Bharat Electronics Limited

নভেল করোনা ভাইরাসের সংক্রমণের মাত্রাতিরিক্ত বৃদ্ধির জন্য ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা
২০২১, ২৭ জুনের পরিবর্তে ১৮ অক্টোবর হবে৷ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ইউপিএসসি। গতবছর ও
করোনা ভাইরাসের কারণে ৩১ মে এর পরিবর্তে ইউপিএসসি সিভিল সার্ভিসের পরীক্ষা হয়েছিল ৪ অক্টোবর।
মেনস পরীক্ষা হয়ে গেলেও করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের ইউপিএসসি পরীক্ষার ইন্টারভিউ এখনো
হয়নি। সিভিল সার্ভিস পরীক্ষার পাশাপাশি বাকি যাবতীয় পরীক্ষাও স্থগিত করে দিয়েছে ইউপিএসসি।
এনফোর্সমেন্ট অফিসার ইন এম্প্লই প্রভিডেন্ট ফান্ডের পরীক্ষা যেটা ৯ মে হওয়ার কথা ছিল সেটাও স্থগিত
করা হয়েছে।

আরও পড়ুন: করোনা সংকটে পিএফ-এর নিয়মে বদল! বাড়ল ন্যূনতম জীবনবিমার পরিমাণ

স্থগিত করা পরীক্ষা বা ইন্টারভিউয়ের নতুন দিনক্ষণ নির্ধারিত হলে পরীক্ষার কমপক্ষে ১৫ দিন আগে পরীক্ষার্থীরা সেটা জানতে পারবে। এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই৷ এমনটাই জানিয়েছে ইউপিএসসি। ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসেস ও ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল সার্ভিসেসের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। কমিশন কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিস পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্থগিত করেছে যা ৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। এখন কবে এই দুর্বিষহ পরিস্থিতি স্বাভাবিক হয় সেটাই এখন দেখার।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.