মুম্বইঃ কিছুদিন আগেই করোনা (Corona) মুক্ত হয়েছিলেন কোমল কাপুর (Kamal Kapoor)। কিন্তু মৃত্যু এড়াতে পারলেন না। বুধবার মারা গেলেন মুখেশ খান্নার (Mukesh Khana) দিদি কোমল কাপুর। মুখেশ বুধবার রাতে নিজের সোশ্যাল সাইটে জানিয়েছেন, দিদির মৃত্যু সংবাদ। করোনাকে পরাজিত করে এসেও মৃত্যুর কোলে ঢোলে পরতে হয়েছ কোমলকে। দিদির মৃত্যুতে শোকাহত আমাদের সকলের প্রিয় শক্তিমান অর্থাৎ মুকেশ খান্না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social media) মুখেশের মিথ্যে মৃত্যু সংবাদ ভাইরাল হয়েছিল। নিজের ভুয়ো মৃত্যু সংবাদে ক্ষুধ মুকেশ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, তিনি সম্পুর্ন সুস্থ। আর এই ধরণের মিথ্যে সংবাদে কান না দেওয়ার জন্যেও অনুরোধ করেছিলেন সকলকে। বুধবার দিদির মৃত্যু সংবাদ জানানোর জন্যে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘গতকাল আমি সকলকে আমার মিথ্যে মৃত্যু সংবাদের সত্যতা তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছিলাম। কিন্তু আমি তখন ভাবতেই পারিনি আরও খারাপ কোন দুঃসংবাদ আমার জন্যে অপেক্ষা করছে’। তিনি আরও লিখেছেন, ‘বুধবার আমার বড় দিদি কোমল কাপুর মারা গিয়েছেন। তার মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত’।

মুকেশ এদিন পোস্টে জানিয়ে ছিলেন তার দিদি সম্প্রতি মারণ ভাইরাস করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছিলেন। সুস্থতার কিছু দিনের মধ্যেই মারা গিয়েছেন কোমল। মুকেশ লিখেছেন, ‘১২ দিন করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠেছিলেন আমার দিদি। কিন্তু ফুসফুসে রক্তজমাট হয়ে মৃত্যু হয়েছে তার। আমি জানি না ভগবানের এটা কেমন হিসাব। দিদির এই মৃত্যু সংবাদে আমি ভীষণই বিস্ফরিত হয়েছি’। করোনাকে পরাজিত করে এসেও মৃত্যুর কোলে ঢোলে করেছেন মুকেশের দিদি কোমল কাপুর। তাই দিদির মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি।

বলিউডের একাধিক জনপ্রিয় চরিত্রে বিভিন্ন সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করেছেন মুকেশ খান্না। নব্বই দশকের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘শক্তিমান’ (Shaktiman) এ অভিনয় করেছেন তিনি। তাই শক্তিমান নামেই তিনি বেশি খ্যাত দর্শকদের কাছে। এছাড়া বি আর চোপড়ার (B R chopra) মহাকাব্য ধারাবাহিক মহাভারত (Mahabharat) এ ভীষ্ম পিতার চরিত্রে অভিনয় করেছেন মুখেশ খান্না।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.