টিকাকরণে গতি আনতে জোর, প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াতে অভিনব পোর্টাল আনল এই রাজ্য

করোনা মোকাবিলায় ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে আনা হয়েছে নতুন অ্যাপ। রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা ও তার পরবর্তী পদক্ষেপ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে এই অ্যাপে। এবার কার্যত একই রাস্তায় হেঁটে টিকাকরণকে আরও সহজতর করতে নতুন পোর্টাল নিয়ে এল ছত্তিশগড় সরকার। যা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

তবে এই পোর্টাল যে আসতে চলেছে সেই ইঙ্গিত কয়েকদিন আগেই মিলেছিল ছত্তিশগড় প্রশাসনের তরফেই। সূত্রের বর্তমানে CG Teeka নামে একটি ওয়েব পোর্টাল লঞ্চ করেছে ছত্তিশগড় সরকার। মূলত যাদের কাছে মোবাইল ও ইন্টারনেট সংযোগ নিয়ে তাদের সহায়তার উদ্দেশ্যেই এই পোর্টাল চালু করা হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের সহায্যের জন্য এই উদ্যোগ বলে সরকারি ভাবে জানানো হয়েছে।

মূলত হেল্প ডেস্কের মাধ্যমেই এই পোর্টালে নাম নথিভুক্তিকরণ ও বাকী কাজ চলবে বলে জানানো হয়েছে। রাজ্যের প্রায় ১০০ টি জায়গায় এই হেল্পডেস্ক থাকবে বলে জানা যাচ্ছে। এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চায়েত ও পৌরসভা গুলির সাহায্য নেওয়া হবে বলেও খবর। বর্তমানে রাজ্যজুড়ে চলা ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণে গতি আনতেই ছত্তিশগড় সরকারের এই অভিনব উদ্যোগ বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

করোনার দাপট কমাতে ফের লকডাউনের মেয়াদ বাড়ল মহারাষ্ট্রে, রাজ্যে প্রবেশে জারি নয়া নির্দেশিকা করোনার দাপট কমাতে ফের লকডাউনের মেয়াদ বাড়ল মহারাষ্ট্রে, রাজ্যে প্রবেশে জারি নয়া নির্দেশিকা

এই প্রসঙ্গে বলতে গিয়ে এই বরিষ্ঠ সরকারি আধিকারিক বলেন, “ এর ফলে এখন থেকে আর টিকাকরণের জন্য মানুষকে লম্বা লাইনে দাঁড়াতে হবে না। তাই টিকাকরণের জন্য এখন শুধুমাত্র তাদের ব্যক্তিগত প্রয়োজনীয় তথ্য http://cgteeka.cgstate.gov.in/user-registration পোর্টালে আপলোড করলেই হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলেই তাদের মোবাইল এসএমএসও চলে যাবে। সরকারি হেল্পডেস্কের মাধ্যমে এই কাজ হওয়ায় গরীব পরিবারগুলি অনেকটাই উপকৃত হবে, বিশেষত যাদের মোবাইল-ইন্টারনেট কিছুই নেই। ”