রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ২১ হাজার ছুঁই ছুঁই, একদিনে মৃত ১২৯, ভয় ধরাচ্ছে শহর কলকাতা

দেশের পাশাপাশি বাংলার করোনা সংক্রমণের গ্রাফ ছুটছে জেড গতিতে। ভয় ধরাচ্ছে শহর কলকাতায় করোনা সংক্রমণ। একা কলকাতাতেই করোনা আক্রান্ত প্রায় ৪ হাজােরর বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গিয়েছেন ১২৯ জন। শুধু কলকাতাতেই মারা গিয়েছেন ৩৯ জন।

মিশ্র টিকা ডোজ নিলে ভয় কতটা? আদৌও কী আছে মৃত্যুর সম্ভাবনা? চাঞ্চল্যকর তথ্য নয়া গবেষণায় মিশ্র টিকা ডোজ নিলে ভয় কতটা? আদৌও কী আছে মৃত্যুর সম্ভাবনা? চাঞ্চল্যকর তথ্য নয়া গবেষণায়

রাজ্যে দৈনিক সংক্রমণ

বাংলার করোনা গ্রাফ ভয় ধরাতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন প্রায় ২১ হাজার জন। আক্রান্তের সংখ্যা ২০,৮৩৯ জন। যার জেরে রাজ্যে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০,৫৩,১১৭ জন। রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,৩০,২১৩। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৯,১৮১ হাজার জন।

ভয় ধরাচ্ছে কলকাতা

করোনা সংক্রমণে রাজ্যে এগিয়ে রয়েছে কলকাতা শহর। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতা শহরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯২৪ জন। কলকাতাকেও ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,১৩১ জন। এই দুই জেলা দেশের সর্বাধিক করোনা সংক্রমিত ২০ জেলার তালিকায় নাম তুলে ফেলেছে। প্রতি ২ জনের মধ্যে এক জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে।

বেড়েছে সুস্থতার সংখ্যা

রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি হচ্ছে যেমন তেমনই করোনা আক্রান্ত হয়ে সুস্থতার সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৯,১৮১। সুস্থতার হার ৮৬.৬৮ শতাংশ। দ্বিতীয় দফার করোনা ভাইরাসের সংক্রমণে গ্রামাঞ্চলে ছড়াচ্ছে বেশি। তাই গ্রামেও এবার করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে। তাতেই আরও আশঙ্কা দেখা দিয়েছে।

করোনা লকডাউন

করোনা পরিস্থিতি কারণে আগেই আংশিক লকডাউন ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। দোকান বাজারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার পরেও করোনায় কতটা রাশ টানা যাবে তাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।