করোনার থাবা ভারতীয় দলের স্পিনারের পরিবারে, আক্রান্ত ক্রিকেটারের বাবা ও মা

মহেন্দ্র সিং ধোনির পর এবার ভারতীয় ক্রিকেট দলের স্পিনার যুজবেন্দ্র চাহালের বাবা ও মা একইসঙ্গে করোনা আক্রান্ত হলেন। আইপিএলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলা চাহালের করোনা পজিটিভ মায়ের চিকিৎসা আপাতত বাড়িতে চললেও, বাবাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে এ কথা জানিয়েছেন চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা।

ধনশ্রী লিখেছেন, আমার শ্বশুর-শাশুড়ি দুজনেরই করোনা উপসর্গ ছিল। রিপোর্ট পজিটিভ। আমি হাসপাতালেও গিয়েছিলাম। হাসপাতালে দেখলাম করোনা পরিস্থিতি কতটা খারাপ। সব ধরনের সতর্কতা নিয়েও এমনটা হলো। সকলে বাড়িতে সুরক্ষিত থাকার চেষ্টা করুন ও পরিবারের যত্ন নিন।

ইনস্টাগ্রামের একাধিক স্টোরিতে ধনশ্রী জানিয়েছেন, এপ্রিল ও মে মাসটা আমাদেরও খুব কঠিন ও চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে। প্রথমে আমার মা ও ভাই করোনা আক্রান্ত হন। তখন আমি আইপিএলের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ছিলাম। খুব অসহায় লাগছিল। তার মধ্যেই সর্বক্ষণ খোঁজ নিয়ে পরিস্থিতির দিকে নজর রাখছিলাম। এমন সময়ে পরিবারের থেকে দূরে থাকা খুবই কঠিন হয়ে পড়ে। ভাগ্য ভালো দুজনেই করোনাকে জয় করে এখন সুস্থ।

একইসঙ্গে ধনশ্রী আরও জানিয়েছেন, করোনা আক্রান্ত হয়েই তাঁর দুই পরমাত্মীয়ের জীবনাবসানও হয়েছে। এবারের আইপিএলে চাহাল সাতটি ম্যাচে চারটি উইকেট পেয়েছেন। তবে মাঝের ওভারে তাঁর নিয়ন্ত্রিত কৃপণ বোলিং আরসিবি-র জয়ে অন্যতম ভূমিকা নিয়েছে। সম্প্রতি বিরাট কোহলি যে করোনা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন সেখানেও আর্থিক অনুদান দিয়েছেন চাহাল। এবার তাঁর বাবা ও মা করোনা আক্রান্ত হলেন। চাহালের সতীর্থরা ইতিমধ্যেই তাঁদের আরোগ্য কামনা করছেন। এর আগে, রবিচন্দ্রন অশ্বিনের পরিবারের বেশ কয়েকজন সদস্যও করোনা আক্রান্ত হন। আইপিএলের মাঝেই তাই সরে দাঁড়ান অশ্বিন।