আগেও ছিলেন শিল্পমন্ত্রী
উল্লেখ্য যে পার্থ চট্টোপাধ্যায় আগেও রাজ্যের শিল্পমন্ত্রী ছিলেন। সেক্ষেত্রে তিনি তাঁর পুরনো দফতরেই ফিরলেন। তবে বিরোধীরা বারবার অভিযোগ তুলেছে, বাংলায় শিল্প আসেনি। সেক্ষেত্রে এই দায়িত্ব পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে চ্যালেঞ্জের বলেই মনে করছেন অনেকে। আগের সরকারের পুরো সময়টাই শিক্ষামন্ত্রী ছিলেন পার্ছ চট্টোপাধ্যায়। এবার সেই দায়িত্ব ব্রাত্য বসুকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
হাতিয়ার মমতার শিল্পনীতি
দায়িত্ব নিয়েই পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পনীতিতে হাতিয়ার করবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পায়নের যে বার্তা দেবেন, তাই তাঁরা অনুসরণ করবেন, জানিয়েছেন পার্থ। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, শিল্পের ক্ষেত্রে তাঁর পথ নির্দেশিকা চূড়ান্ত। যা করবেন, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই হবে। তাঁরা সৈনিক হিসেবে মুখ্যমন্ত্রীকে সাহায্য করবেন।
দেওয়া হবে সুযোগ
পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শিল্পের জন্য কেউ এলে তাঁকে সুযোগ দেওয়া হবে। এব্যাপারে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। দফতরের দুর্বলতা থাকলে, তা কাটিয়ে ওঠা হবে বলেও জানিয়েছেন তিনি। যদিও তিনি সিঙ্গুর প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন।
করোনা মোকাবিলা প্রাথমিক লক্ষ্য
দায়িত্বভার নিয়ে পার্ছ চট্টোপাধ্যায় জানিয়েছেন, করোনা মোকাবিলা প্রাথমিক লক্ষ্য। বর্তমানে চাহিদা অনুযায়ী অক্সিজেন পাওয়া যাচ্ছে না। সেই কারণে অক্সিজেন উৎপাদনের ওপরে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সিলিন্ডার কম থাকায় অসুবিধার কথা উল্লেথ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার আগে অক্সিজেন উৎপাদনকারী সংস্থাগুলির সঙ্গে কথা হয়েছে। সিলিন্ডার তৈরির ওপরে জোর দেওয়া হয়েছে।