করোনার পর এবার মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাসের ভয়াল থাবা, আক্রান্ত ২০০০-‌র বেশি

করোনা সংক্রমণের পর এবার মহারাষ্ট্রের নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস। থাবা বসাতে শুরু করেছে সেই নতুন মারণ সংক্রমণ। শুধু মহারাষ্ট্রেই ২ হাজারের বেশি মানুষ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। ইতিমধ্যেই রাজ্য সরকার সতর্কতা জারি করেছে। একদিকে করোনার থাবা তার উপরে ব্ল্যাক ফাঙ্গাসের নতুন থাবা নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।

ব্ল্যাক ফাঙ্গাসের মারণ থাবা

করোনার সেকেন্ড ওয়েভের মধ্যেই আরেক নতুন সংক্রমণ দেখা দিয়েছে। তার নাম ব্ল্যাক ফাঙ্গাস। এক ধরনের ছত্রাকের সংক্রমণ থাবা বসাচ্ছে মানুষ। মানুষের প্রাণ চলে যেতে পারে। করোনা আক্রান্ত রোগীদের শরীরেই এই ছত্রাক বাসা বাঁধছে। সেরে ওঠার পরেই ফুসফুসে এই ছত্রাক বাসা বাঁধতে শুরু করছে। দিল্লি, মধ্য প্রদেশের পর মহারাষ্ট্রে করোনায় সেরে ওঠা রোগীদের শরীরে এই সংক্রমণ দেখা দিতে শুরু করেছে।

মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাস

করোনা সংক্রমণে বিপর্যস্ত মহারাষ্ট্র। তার উপরে আবার ব্ল্যাক ফাঙ্গাসের মারণ থাবা আরও ভয় ধরিয়েছে রাজ্যে। ইতিমধ্যেই মহারাষ্ট্রে ২০০০ জনের বেশি মানুষ এই ভয়ঙ্কর ছত্রাকের সংক্রমণে সংক্রমিত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে তৎপর উদ্ধব সরকার। করোনা কাটিয়ে সেরে ওঠা রোগীদের চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।

কী উপসর্গ দেখা দেয়

ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমিত রোগীর চোখ ও নাক লাল হয়ে যায়। তার সঙ্গে জ্বর, মাথাব্যাথা, কাশি, শ্বাসকষ্ট, রক্তবমি, নাক বন্ধ হয়ে যাওয়া, চোয়াল ফুলে যাওয়া, দাঁতে ব্যাথা, চোখে দুটো দুটো দেখা, বুকে ব্যাথা। কানে শুনতে না পাওয়া। এরকম ভয়ানক সব একাধিক উপসর্গ দেখা দিচ্ছে। নাক দিয়ে কালো রস পড়তে থাকা। এরকম একাধিক উপসর্গ দেখা দিতে থাকে। আইসিএমআরের তরফে সতর্ক করে জানানো হয়েছে যাঁরা ডায়াবেটিক তাঁদের আরও বেশি ভয়ের আশঙ্কা রয়েছে।

কীভাবে চিকিৎসা

করোনার মতোই কালো ছত্রাকের সংক্রমণ শরীরে রোগ প্রতিরোধক শক্তি একেবারেই কমিয়ে দেয়। রোগীর ইমিউনিটি একেবারে নিঃশেষ করে দেয় এই ভয়ঙ্কর মারণ ভাইরাস। সেকারণে মানুষের মৃত্যু হতে পারে। তাই ভয়ঙ্কর এই পরিস্থিতি তৈরি হতে চলেছে গোটা দেশে। তাই যত দ্রুত এই রোগ চিহ্নিত করা হবে এবং যত দ্রত এই রোগের চিকিৎসা করা হবে রোগীদের বাঁচানো সহজ হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।