তিন ফরম্যাটে
দেশের হয়ে এখনও অবধি ৭৩টি টেস্ট খেলেছেন ওয়াটলিং। ৩৭৭৭ রান করেছেন। সর্বাধিক স্কোর ২০৫। গড় ৩৮.১১। টেস্টে আটটি শতরান ও ১৯টি অর্ধশতরান রয়েছে ওয়াটলিংয়ের। ২৮টি একদিনের আন্তর্জাতিকে ৫৭৩ রান করেছেন, সেরা স্কোর অপরাজিত ৯৬। পাঁচটি টি ২০ আন্তর্জাতিকে তাঁর রান ৩৮। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭৬টি ম্যাচে ১০ হাজার ১৭ রান করেছেন ওয়াটলিং। দেশের হয়ে শেষ টি ২০ খেলেছেন ২০১৪ সালে। ২০১৮ সালের পর আর ৩৬ বছর পূর্ণ করতে চলা ওয়াটলিংকে একদিনের আন্তর্জাতিকে দেখা যায়নি।
টেস্টে ওয়াটলিং
ভারতের বিরুদ্ধে ওয়াটলিং আটটি টেস্ট খেলেছেন। রান করেছেন ২৬৯, সর্বাধিক স্কোর ১২৪। ভারতের বিরুদ্ধে টেস্টে একটি শতরান থাকলেও অর্ধশতরান নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে ১০টি টেস্টে ৭৭৮ রান করেছেন, সর্বাধিক রান ২০৫। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি শতরান ও পাঁচটি অর্ধশতরান রয়েছে তাঁর। এ ছাড়া শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে দুটি করে শতরান পেয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধেও একটি শতরান রয়েছে। ৭৩টি টেস্ট ম্যাচে ২৫৯টি ক্যাচ ধরার পাশাপাশি ৮টি স্টাম্প করেছেন। ২০০৯ সালে ওপেনার হিসেবে টেস্ট অভিষেক হয় ওয়াটলিংয়ের। পরে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে নিজেকে দেশের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠা করেন।
ফোকাস স্থির
ওয়াটলিং বলেছেন, দেশের হয়ে খেলতে পারা, বিশেষ করে এতগুলি টেস্ট খেলতে পেরে আমি গৌরবান্বিত। সতীর্থদের সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। পাঁচ দিনের খেলার শেষে ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে বিয়ার নিয়ে সময় কাটানো মিস করব। অনেক গ্রেটদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি, ভালো সতীর্থদেরও পেয়েছি। যেভাবে সকলের সহযোগিতা পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ। অবসর ঘোষণা করলেও ইংল্যান্ড সফরে আমার ফোকাস একইরকম থাকবে। সকলে মিলে চেষ্টা করলে সাফল্য আসবে বলেও নিশ্চিত ওয়াটলিং। টিম সাউদির বোলিংয়ে তিনি ক্যাচ ধরেছেন সবচেয়ে বেশি ৭৩টি। ট্রেন্ট বোল্টের বলে ৫৫টি ও নিল ওয়াগনারের বলে ৫৩টি ক্যাচ ধরেছেন উইকেটের পিছনে দাঁড়িয়ে।
বড় পার্টনারশিপ
২০১৪ সালে ভারতের বিরুদ্ধে তিনি বেসিন রিজার্ভে ব্রেন্ডন ম্যাকালামের সঙ্গে জুটি বেঁধে ৩৬২ রান যোগ করেছিলেন চতুর্থ উইকেট জুটিতে। এক বছর পর ওই মাঠেই শ্রীলঙ্কার বিরুদ্ধে পঞ্চম উইকেট জুটিতে কেন উইলিয়ামসনের সঙ্গে ৩৬৫ রান যোগ করেন, ওই ম্যাচে তাঁদের জুটি ভাঙতেই পারেননি শ্রীলঙ্কার বোলাররা। নবম উইকেটকিপার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব ওয়াটলিং অর্জন করেন ২০১৯ সালে বে ওভালে। ইংল্যান্ডের বিরুদ্ধে নাটকীয় জয় এনে ম্যাচের সেরাও হন। সপ্তম উইকেটে মিচেল স্যান্টনারকে সঙ্গে নিয়ে তিনি ২৬১ রানের পার্টনারশিপ গড়েছিলেন। ইংল্যান্ডে তিনটি টেস্ট খেললে কিউই উইকেটকিপার হিসেবে ৬৭টি টেস্ট খেলা অ্যাডাম পারোরের রেকর্ড টপকে যাবেন ওয়াটলিং। টেস্টে উইকেটের পিছনে মিস্টার ডিপেন্ডেবল ওয়াটলিংয়ের জায়গা ভরাট করাও সহজ হবে না বাকিদের পক্ষে।