লকডাউনের মাঝে মহারাষ্ট্রের সুস্থতার সংখ্যা হার মানাল আক্রান্তের সংখ্যাকে, বাড়-বাড়ন্ত ব্ল্যাক ফাঙ্গাসের

সেন্ট্রাল ভিস্তার কাজ বন্ধ রেখে দেশের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দিন। এই দাবি নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সহ ১২ জন বিরোধী নেতা নেত্রী চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এদিকে, দেশে কিছুতেই বাগ মানছে না করোনার করুণ পরিস্থিতি। তাতে দোসর ব্ল্যাকফাঙ্গাস। একনজরে দেখে নেওয়া যাক মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি।

মহারাষ্ট্রের করোনা গ্রাফ

প্রসঙ্গত, শেষ ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনার জেরে আক্রান্ত হয়েছেন নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬,৭৮১ জন। রাজ্যে করোনা সারিয়ে উঠেছেন ৫৮,৮০৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮১৬ জনের। প্রসঙ্গত, করোনার জেরে মহারাষ্ট্র একটা সময় দৈনিক আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার দেখেছে। সেই জায়গা থেকে সুস্থতার সংখ্যা আক্রান্তের থেকে বেশি হওয়ার ঘটনা রীতিমতো প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।

বাড়বাড়ন্ত ব্ল্যাক ফাঙ্গাসের

প্রসঙ্গত, মহারাষ্ট্রের করোনার করুণ অবস্থার মাঝেই দানবীয় আকার নিচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। এপর্যন্ত মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপে মহারাষ্ট্রে ২০০০ জন আক্রান্ত হয়েছেন। তবে রাজ্য সরকার জানিয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা সেখানে বিনামূল্যে করা হবে কোভিড রোগীদের।

মহারাষ্ট্রে মোট আক্রান্ত

মহারাষ্ট্রে করোনায় মোট আক্রান্ত আপাতত ৫২,২৬,৭১০ জন। সুস্থ হয়েছেন মোট ৪৬,০০১৯৬ জন। অ্যাক্টিভ কেস রয়েছে ৫,৪৬,১২৯ জনের। মৃতের সংখ্যা ৭৮,০০৭ জন।

মহারাষ্ট্রে লকডাউনের মেয়াদ বৃদ্ধি

প্রসঙ্গত, মহারাষ্ট্রে করোনার জেরে আগামী ১৫ দিন লকডাউনের মেয়াদ বৃদ্ধি হয়েছে। ফলে আগামী ৩১ মে পর্যন্ত করোনার জেরে সেখানে লকডাউন চলবে বলে জানিয়েছে উদ্ধব সরকার। এদিকে কলোহাপুর ৮ দিনের কড়া লকডাউন লাগাতার হবে বলে জানানো হয়েছে। এদিকে মহারাষ্ট্র জুড়ে করোনার এমন পরিস্থিতিতে ভ্যাকসিন নিয়েও হাহাকার। যার জেরে মহারাষ্ট্রে ১৮-৪৪ বছরের বয়সী মানুষদের প্রদেয় ভ্যাকসিন আপাতত ৪৫ বছরের উর্ধ্বের মানুষদের দেওয়া হবে বলে খবর।

বাড়ি বসে করোনা সংক্রান্ত তথ্য জানতে কোভিড অ্যাপ চালু করল রাজ্য সরকার