সেপ্টেম্বরে কি আইপিএলের জন্য আদৌ জানালা খোলা পাচ্ছে বিসিসিআই? আন্তর্জাতিক সূচি কী বলছে?

করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় ভারতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। টু্র্নামেন্টের অবশিষ্ট ম্যাচগুলি চলতি বছরই আয়োজন করা যায় কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। টি২০ বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে আপাত ভাবে একটি জানালা খোলা পাওয়া সম্ভব বলে যেটা মনে করা হয়েছিল, তাতেও বিস্তর জটিলতা রয়েছে বলে মনে করা হচ্ছে। এই ইস্যুতে ওই মাসের আন্তর্জাতিক সূচির দিকে নজর ফেরানো যাক।

ইংল্যান্ডের সীমিত ওভারের সিরিজ

ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হচ্ছে আগামী সেপ্টেম্বরে। এরপর ওই মাসেই ঘরের মাঠে বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলার কথা ইয়ন মর্গ্যানদের।

অস্ট্রেলিয়ায় ক্রিকেট

কোনও অঘটন না ঘটলে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া যাচ্ছে শ্রীলঙ্কা। টি২০ বিশ্বকাপের আগে দুই দলের মধ্যে তিন ম্যাচের ২০ ওভারের ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ব্যস্ত থাকবে নিউজিল্যান্ডও

সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে থাকার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। সেখানে কেন উইলিয়ামসনরা পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ ও ওয়ান ডে সিরিজ খেলবে বলে এখনও পর্যন্ত ঠিক রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের সমস্যা

আন্তর্জাতিক ক্রীড়সূচি চালু হলে সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন বলে আভাস। তাই ওই সময়ে আইপিএলের শেষ পর্বের ম্যাচগুলি হলে কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলদের পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলি।

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত

আগামী সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধেই তিন ম্যাচের টি২০ ও ওয়ান ডে সিরিজ খেলার প্রাথমিক প্রস্তাব দিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সংস্থা। টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজকে গুরুত্ব দিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ডও।

বাংলাদেশ ও আফগানিস্তান

আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলার কথা বাংলাদেশের। একই মাসে সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা আফগানিস্তানের।

চূড়ান্ত হয়নি সূচি

করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে কোনও আন্তর্জাতিক সূচিই চূড়ান্ত করার সাহস দেখাচ্ছে না আইসিসি এবং বিভিন্ন দেশের ক্রিকেট সংস্থাগুলি। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে খবর। এমনকী আগামী অক্টোবরে টি২০ বিশ্বকাপ ভারতে আয়োজন করা নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। এই অবস্থায় সেপ্টেম্বরে আইপিএল আয়োজন কতটা প্রাসঙ্গিক হবে, তা নিয়ে ভাবতে শুরু করেছে বিসিসিআই।