উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় টাউকটে, ভারী বৃষ্টির সতর্কতা জারি

করোনার দ্বিতীয় (second wave of coronavirus) ঢেউয়ের মধ্যেই ঘূর্ণিঝড়ের (cyclone) সতর্কবার্তা। ১৫ মে নাগাদ আরব সাগরে (arabian sea) তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। যা তৈরি হলে ২০২১-এর প্রথম ঘূর্ণিঝড় হবে। এবং এর নাম হবে টাউকটে (tauktae)। তবে তার গতিবিধি কী হবে, তা পরিষ্কার জানা যাবে, আগামী দু-এক দিনের মধ্যে।

উত্তর-পূর্ব আরব সাগরে নিম্নচাপ

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর-পূর্ব আরবসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।

অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অতিভারী বৃষ্টির পাশাপাশি লাক্ষাদ্বীপে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে। এছাড়াও ১৪-১৫ মে নাগাদ কেরল, কর্নাটক, তামিলনাড়ু, গোয়া, মহারাষ্ট্রের উপকূলে এর প্রভাব পড়তে পারে।

সমুদ্র উত্তাল থাকবে

এই পরিস্থিতিতে সমুদ্র অতি উত্তাল থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের উদ্দেশে বলা হয়েছে, তাঁরা যেন আরব সাগর, মালদ্বীপ, লাক্ষাদ্বীপ বএং কেরলের উপকূলে মাছ ধকতে না যান। ১৩ মে সকাল থেকে এইসব এলাকার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়াও পূর্ব-মধ্য আরব সাগর এবং কর্নাটক, মহারাষ্ট্র, গোয়ার উপকূলের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে ১৪ মে থেকে। তবে যাঁরা এর মধ্যেই গভীর সমুদ্রে গিয়েছেন, তাঁদের ১২ মে রাতের মধ্যে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় যেতে পারে কচ্ছ কিংবা ওমানের দিকে

সংখ্যাতত্ত্বিক মডেলের ওপর ভিত্তি করে বিশেষজ্ঞরা বলছেন, এই ঘূর্ণিঝড় গুজরাতের কচ্ছ এবং পাকিস্তানের দক্ষিণ অংশের দিকে চলে যেতে পারে। আবার কেউ কেউ বলছেন, তা চলে যেতে পারে ওমানের দক্ষিণ দিকে। তবে তা কোন দিকে যাবে যা দিন দুয়েকের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

সোনার দামে হু হু করে ফের পতন শুরু, ১২ মে কলকাতা সহ বাকি শহরের দর একনজরেসোনার দামে হু হু করে ফের পতন শুরু, ১২ মে কলকাতা সহ বাকি শহরের দর একনজরে

নামকরণ করেছে মিয়ানমার

টাউকট-এই নামটি দিয়েছে মিয়ানমার। এর অর্থ হল টিকটিকি গেকো।