'আর কত মানুষ?', বিধাতার কাছে করুণ প্রার্থনা ক্রিকেটার অশ্বিনের, বার্তা সমাজকেও

ভারতে করোনা ভাইরাসের প্রভাব যেভাবে লাগামছাড়া হয়েছে, তাতে আতঙ্কিত হয়েছেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। প্রতিদিন দেশের যত সংখ্যক মানুষ কোভিড ১৯-এ আক্রান্ত হচ্ছেন, প্রাণ হারাচ্ছেন, তাতে বিচলিত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের অভিজ্ঞ ক্রিকেটার। দেশের প্রত্যেক মানুষের হয়ে ঈশ্বরের কাছে করুণা প্রার্থনা করার পাশাপাশি সমাজকেও সাবধান করেছেন অ্যাশ।

দুটি নেগেটিভ রিপোর্টের পর পজিটিভ, কেঁপে গিয়েছিলেন ঋদ্ধি, আতঙ্কে ছিল পরিবারদুটি নেগেটিভ রিপোর্টের পর পজিটিভ, কেঁপে গিয়েছিলেন ঋদ্ধি, আতঙ্কে ছিল পরিবার

অশ্বিনের টুইট ভাইরাল

দেশের বর্তমান পরিস্থিতি রবিচন্দ্রণ অশ্বিনকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে বাধ্য করেছে। লিখেছেন যে তিনি ঘুমোতে চান এবং জেগে উঠে দেখতে চান পৃথিবীর অসুখ সেরে গিয়েছে। প্রতিদিন দেশের লক্ষাধিক মানুষকে করোনা ভাইরাসে আক্রান্ত এবং হাজার হাজার মানুষকে মরতে দেখে ঈশ্বরের কাছে ক্রিকেটারের প্রশ্ন, এর কী শেষ নেই? বিধাতার কাছে করুণা প্রার্থনা করার পাশাপাশি সমাজকে সচেতন হতে অনুরোধ করেছেন অশ্বিন। মুখে মাস্ক পরার পাশাপাশি তিনি সহ নাগরিকদের সামাজিক দূরত্বের নিয়ম কঠোরভাবে পালন করার আবেদন জানিয়েছেন।

আইপিএল ছেড়ে বাড়ি ফিরে গিয়েছিলেন অশ্বিন

বিভিন্ন দলের একাধিক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তার আগেই অতিমারী পরিস্থিতি টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। দিল্লি ক্যাপিটালস শিবির ছেড়ে তিনি নিজের চেন্নাইয়ের বাড়ি ফিরে গিয়েছিলেন। যেখানে সেই সময় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বিধ্বংসীভাবে আছড়ে পড়েছিল। তবে এখন সেখানকার পরিস্থিতি আগের থেকে অনেক ভাল বলে জানিয়েছেন ক্রিকেটার।

আইপিএলে অশ্বিনের পারফরম্যান্স

করোনা ভাইরাসের আবহে গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ১৫টি ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। কিন্তু এবার শুরু থেকেই মৃয়মান দেখিয়েছে অ্যাশকে। একই দলের হয়ে এবার এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে মাত্র ১ উইকেট নিতে সক্ষম হয়েছেন। আগামী ১৮ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ঘোষিত ভারতীয় দলে রয়েছে অশ্বিনের নাম। যিনি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট ও বল হাতে কামাল করেছিলেন।

ভারতে করোনা পরিস্থিতির ক্রমাবনতি

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ লক্ষেরও বেশি মানুশ। একদিনে দেশে করোনার জেরে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৩০ লক্ষ। মৃতের সংখ্যা ২ লক্ষ ৪০ হাজার ছুঁতে চলেছে। এহেন পরিস্থিতিতে অক্সিজেনের হাহাকার গোটা দেশ জুড়ে। পরিস্থিতি সামাল দিতে বিদেশ থেকে অক্সিজেন কনসেনট্রেটর আমদানি করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার।