ফের বাড়ল দেশের করোনার দৈনিক মৃত্যু, ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ছাপিয়ে গেল আক্রান্তের সংখ্যাকে

দেশের উর্ধ্বমুখী করোনা সংক্রমণে আশার আলো দেখাল দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে সুস্থতার সংখ্যা। একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩,৫৫,৩৩৮ জন। আর আক্রান্ত হয়েছেন ৩,৪৮,৪২১ জন। তবে ফের দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪২০৫ জন।

ফের দৈনিক মৃত্যুতে রেকর্ড

গত ২৪ ঘণ্টায় েদশে করোনা সংক্রমণে মৃতের সংখ্যায় ফের রেকর্ড। একদিনে মারা গিয়েছেন ৪২০৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা রিপোর্টের পরিসংখ্যান বলছে দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ২,৫৪,১৯৭ জন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। প্রথম কয়েকদিন কিছু কম থাকলেও ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৩৩,৪০,৯৩৮ জন।

উত্তরপূর্বের রাজ্যগুলিতে বাড়ছে সংক্রমণ

করোনা ভাইরাসের সংক্রমণ এবার গ্রামাঞ্চলে বেশি। উত্তর পূর্বের রাজ্যগুলিতেও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় মিজোরামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪০ জন। রাজ্যে মোট করোনা আক্রান্কের সংখ্যা এখন ৮,০৩৫। দেশের প্রায় ৭০ জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। রাজস্থানে ডোরটু ডোর ক্যাম্পেনে দেখা গিয়েছে ৭ লক্ষ মানুষের শরীরে করোনার উপসর্গ রয়েছে।

শিশুদের ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের অনুমোদন

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার শিশুদের করোনা টিকাকরণের ক্লিনিকাল ট্রায়াল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত বয়োেটক। ২ থেকে ১৮ বছর বয়সী শিশুদের কোভ্যাক্সিনের ক্লিনিকাল ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়েছে। দিল্লি এবং পাটনার এইমস হাসপাতালে এই ক্লিনিকাল ট্রায়াল হবে।সেকেন্ড ও থার্ড ফেজের ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে বলে জানানো হয়েছে। সেকেন্ড ওয়েভে শিশুদের সংক্রমণের আশঙ্কা বেশি বলেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অক্সিজেন সংকট মোকাবিলা

করোনা পরিস্থিতির মধ্যে অক্সিজেন সংকট মোকাবিলায় কড়া পদক্ষেপ করা হয়েছে। রাজ্যগুলিকে আগে সেকেন্ড ডোজের টিকাকরণের নির্দেশ দিয়েছে কেন্দ্র। অক্সিজেন বণ্টন সুষ্ঠু ভাবে করার জন্য সুপ্রিম কোর্ট ১২ সদস্যের টাস্ক ফোর্স গঠন করে দিয়েছে।বাইরের দেশ থেকেও অক্সিজেন আমদানি করছে ভারত।