মুম্বই: সম্প্রতি ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার(Shreyas Iyer) নিজের সোশ্যাল মিডিয়ায় একটি মজাদার ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে একদল অনুরাগী তাঁর নাম ধরে একটি বিশেষ ছড়া চিৎকার করে আওড়াচ্ছেন। বর্তমানে শ্রেয়স তাঁর কাঁধের চোট সারিয়ে উঠছেন। বছরের শুরুতে পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকালীন শ্রেয়স তাঁর কাঁধে চোট পেয়েছিলেন। সেই চোট সারাতে তাঁকে অস্ত্রোপচারও করাতে হয়।
ক্রিকেট থেকে দূরে থাকলেও শ্রেয়স নিজের সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ সক্রিয় রয়েছেন। আর সম্প্রতি তিনি ভারতের অস্ট্রেলিয়া সফরকালীন একটি সময়ের ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁকে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে দেখা যাচ্ছে। আর তাঁর পিছনেই শোনা যাচ্ছে অনুরাগীরা ‘এক রুপায় কি পেপসি, আইয়ার ভাই সেক্সি’ বলে চিৎকার করছেন। ভিডিওটির ক্যাপশনে শ্রেয়স লিখেছেন, ‘নিজেকে নিয়ে নতুন একটি ছড়া শুনলাম। মাঠে ফেরার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
কাঁধের চোট পাওয়ার পর এখনও অবধি শ্রেয়স আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। ইংল্যান্ড সিরিজ থেকে চোটের কারণে বাদ পড়ার পর তিনি আইপিএলেও (IPL) দিল্লি ক্যাপিটালসের শরিক হতে পারেননি। শ্রেয়স ২০১৮ সালে আইপিএলের মাঝপথে দিল্লির অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন । তারপর ২০১৯ সালে তাঁর অধিনায়কত্বে দিল্লি প্লে-অফে পৌঁছয় এবং ২০২০ সালে প্রথমবার ফাইনালে পৌঁছয়। শ্রেয়স চোটের কারণে চতুর্দশ আইপিএল থেকে ছিটকে গেলে তাঁর জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় ঋষভ পন্তের কাঁধে। ঋষভের অধিনায়কত্বে স্থগিত হওয়ার আগে অবধি হওয়া ৮টি ম্যাচের মধ্যে দিল্লি ৬টি তে জয়লাভ করেছে। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে তারা।
আশা করা হচ্ছিল ভারতের শ্রীলঙ্কার বিরুদ্ধে হতে চলা সিরিজে শ্রেয়সকে দেশের জার্সি গায়ে আবার খেলতে দেখা যাবে। তবে সূত্রের খবর, শ্রেয়স এখনও পুরো ফিট নন। তাই তাঁকে শ্রীলঙ্কা সফরেও হয়তো দেখা যাবে না। তবে আইপিএল পুনরায় চালু হলে দিল্লির জার্সি গায়ে শ্রেয়সকে যে খেলতে দেখা যেতে পারে, সেব্যাপারে কিন্তু অনেকেই আশাবাদী।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.