জেনেভা: করোনা দাপিয়ে বেড়াচ্ছে গোটা দেশে। লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছিল আইভারমেক্টিন (Ivermectin)। কিন্তু পরজীবীর সংক্রমণ চিকিৎসার ওষুধে সায় দিল না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। করোনা আক্রান্তদের চিকিৎসায় আইভারমেক্টিন প্রয়োগ নিয়ে সতর্ক করল তারা । বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন টুইট করে জানিয়েছেন এ কথা।

টুইট করে তিনি লিখেছেন, “কোনও নতুন ওষুধের ক্ষেত্রে সুরক্ষা ও কার্যকরিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া আইভারমেক্টিন প্রয়োগে সায় নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার।” একই কথা জার্মান স্বাস্থ্য ও বিজ্ঞান সংস্থা মার্কেরও। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, করোনা চিকিৎসায় আইভারমেক্টিনের সুফলের কোনও ক্লিনিক্যাল প্রমাণ নেই। কার্যকরিতারও ক্ষেত্রেও কোনও নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় নি। প্রচুর তথ্যের অভাব রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথনও মার্কের ওই বিবৃতি পোস্ট করেছেন।

Safety and efficacy are important when using any drug for a new indication. @WHO recommends against the use of ivermectin for #COVID19 except within clinical trials https://t.co/dSbDiW5tCW

— Soumya Swaminathan (@doctorsoumya) May 10, 2021

প্রসঙ্গত, গত সোমবার গোয়ার সরকার আইভারমেক্টিনকে করোনা চিকিৎসায় ব্যবহার করার অনুমতি দিয়েছে। এমনকি সে রাজ্যের ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে আইভারমেক্টিন ওষুধ প্রয়োগের পরামর্শ দিয়েছে সরকার। এই ওষুধটি ভাইরাল জ্বর রুখতে সাহায্য করবে। তাই ১৮ ঊর্ধ্বে যাদের শরীরে উপসর্গ থাকবে তাদের এই ওষুধের ৫টি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়েছে সেই রাজ্যেরস্বাস্থ্য দফতর। গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণে জানিয়েছিলেন, রাজ্যের প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যাবে এই ওষুধ। করোনা আক্রান্ত কিংবা আক্রান্ত নন নির্বিশেষে যে কেউ এই ওষুধ খেতে পারবেন। তারপরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন টুইট করে এই কথা জানান।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন। সোমবারের তুলনায় অনেকটাই কম আক্রান্তের সংখ্যা। সোমবার ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন আক্রান্ত হয়েছিলেন। তবে সোমবারের তুলনায় মৃত্যুর সংখ্যা এদিন কিছুটা বেড়েছে। সোমবারের রিপোর্ট অনুযায়ী দেশে ৩ হাজার ৭৫৪ জের মৃত্যু হয়েছিল। মঙ্গলবারের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৭৬ জনের মৃত্যু হয়েছে দেশে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.